আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছেলের হাতেখড়ি



২১ ফেব্রুয়ারী, মহান ভাষা দিবসে প্রথম আলো আয়োজিত ''বর্ণমেলা'' তে শিশুদের হাতেখড়ি হবে জানতে পেরে ছুটে গেলাম সুলতানা কামাল ষ্টেডিয়ামে। অনেক প্রতিক্ষার পর বেলা ১২টায় হাতেখড়ি'র লাইণে দাড়ানোর সুযোগ ঘটলো। প্রখর রোদ,তার উপর লাইনের প্রথমে দাড়ানোর প্রতিযোগিতা-অহ্‌....। এমন সময় আমার ছেলে গেল ঘুমিয়ে-কেমন লাগে বলুন তো ? আমি, আমার বোন শত খোঁচানোর পরও তার ঘুমকে তাড়াতে পারলাম না। অগত্যা লাইনের জায়গা ছেড়ে দিয়ে চলে যেতে হলো।

আমাদের এত মন খারাপ হল যে, আমার বোনের চোখে পানি চিক্ চিক করতে দেখা গেল। তরপরও আমরা হাল ছাড়লাম না-ঘুম ভাঙানোর চেষ্টা অব্যাহত থাকল। প্রায় এক ঘন্টা পর মাহির সোনাকে জাগাতে সফল হলাম এবং দৌড়...লাইনের দিকে। ভিড় ঠেলে আমার সোনামনিকে তার পাপা লেখক আনিসুল হকের সামনে থাকা টেবিলে বসিয়ে দিল। অতঃপর ছেলের হাতেখড়ি হলো।

অবশ্য আমার আড়াই বছরের ছেলে বাসায় দু'একটি ইংরেজি বর্ণ নিজে নিজে লিখার চেষ্টা করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।