আমাদের কথা খুঁজে নিন

   

হামলার পাঁচ সপ্তাহ পর শেষ হলো বোস্টন ম্যারাথন

শনিবার শেষ এক মাইল দৌড়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা ম্যারাথন দৌড়টি সম্পূর্ণ করেন বলে জানিয়েছে বিবিসি অনলাইন। দৌড়ের এই পর্বটির “ওয়ানরান” নামকরণ করা হয়, সঙ্গে ছিল একটি শ্লোগান, “আমরা লক্ষ্যে পৌঁছাব”। গত ১৫ এপ্রিল বিশ্বখ্যাত বোস্টন ম্যারাথন শেষ হওয়ার ঠিক আগ মূহুর্তে দুটি বোমা বিস্ফোরণে তিনজন নিহত ও ২৫০ জনেরও বেশি আহত হয়। ওই হামলার সঙ্গে চেচেন বংশোদ্ভূত দুই ভাই তামারলেন সারানেভ ও জোখার সারানেভ জড়িত ছিল বলে ধারণা করা হয়। পরে ১৯ এপ্রিল পুলিশের গুলিতে তামারলেন নিহত হন ও একদিন পর জোখারকে গ্রেপ্তার করে পুলিশ।

বোমা হামলায় নিহত তিনজনের স্মরণে যুক্তরাষ্ট্রের তিনটি ও চীনের একটি পতাকা উত্তোলন করা হয়। ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অভিযানের প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে জোখারে কথিত বার্তার সূত্রে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে। ‘ওয়ানরান’ মুখপাত্র ক্যাথলিন ম্যাকগোনাগ্লে বলেন, বোমা হামলায় নিহত ও আহতদের সম্মানে এবং জরুরী বিভাগের কর্মীদের সম্মানে এই আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “দৌড়বিদরা ম্যারাথনটি শেষ করার সুযোগ পাননি, শেষ অংশটুকু পার হওয়ার অভিজ্ঞতা কেমন তা বুঝতে দিতেই এ আয়োজন। এ অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগটুকু তাদের কাছ থেকে কেঁড়ে নেওয়া হয়েছিল।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.