আমাদের কথা খুঁজে নিন

   

২০১৫ সালের মধ্যে শীর্ষে থাকার প্রত্যয় বসুন্ধরা সিমেন্টের

বসুন্ধরা সিমেন্ট ২০১৫ সালের মধ্যে বাংলাদেশের সিমেন্টের বাজারে শীর্ষস্থান দখল করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কোম্পানির চিফ মার্কেটিং প্রমোশন অফিসার মো. সাইফুল ইসলাম হেলালী। আজ নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বসুন্ধরা সিমেন্টের টেকনিক্যাল সেমিনারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সাইফুল ইসলাম হেলালী জানান, খুব শিগগিরই বসুন্ধরা সিমেন্ট নারায়ণগঞ্জের মদনগঞ্জে অবস্থিত তাদের নতুন আরেকটি কারখানা থেকে সারা দেশব্যাপী পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট বাজারজাত করতে যাচ্ছে। এছাড়া আরেকটি নতুন ধরনের সিমেন্টও বাজারে আনা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের পরিচালক (পি এন্ড ডি) এবং ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন মো. জিন্নাতুল হক, পরিচালক মানবসম্পদ এবং অর্থায়ন বিভাগ পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ। 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.