আশা নাই তাই মশারির ভেতর মশা ও নাই।
প্রশ্ন-কেমন আছেন?
মাহী- অনেক ভাল আছি। অনেক দিন পর কেউ বেইল দিল, ভাল না থেকে উপায় আছে ভাই?
প্রশ্ন-কি করছেন আজ কাল?
মাহী- বিকল্প ধারার একটা অনুষ্ঠান করছি।
প্রশ্ন- রাজনিতী ছেড়ে দিলেন?
মাহী- রাজনিতী ছাড়ব কেন? তবে ইদানিং সুবিধা করতে পারছি না ত তাই একটু চুপচাপ।
প্রশ্ন-কেন পারছেন না?
মাহী- আসেন কানে কানে বলি, আমি যে একটা ভূয়া, হুদাই খালি ফুটুং ফাটুং কইরা হেন তেন কথা কই এইডা কিছু পাবলিক ধইরা ফালাইছে।
প্রশ্ন- আপনারা ত বিকল্প ধারা আনতে চেয়েছিলেন বাংলাদেশে, তার কি হল?
মাহী- বিকল্প ধারার ট্যাবলেট ফ্লপ খাইয়া গেছে। বাবার রাজনৈতিক ক্যারিয়ারের ১২টা বাজানর পর ভাবলাম এই বিকল্প প্রকল্প লইয়া মার্কেটে থাকুম, কিন্তু বেইল পাইলাম না।
প্রশ্ন- "বাবার রাজনৈতিক ক্যারিয়ারের ১২টা ব্যাপার টা" একটু বুঝিয়ে বলবেন?
মাহী- মিয়া, আপনে দেখি খাটি বাংগালীর মত কিছুই বোঝেন না, আমার বাবা কেন বিম্পি থাইক্কা বাইর হইয়া আসছিল যানেন?? হালায় যুবরাজে আমারে ভাগ দেয় না। আমি যে যায়গায় ভাগ পাই না আমার বাপে সেই যায়গায় থাকব? তার পরও মনে করেন একটু বেশি বেশি হইয়া গেছে। অবশ্য ২০০৭ এ নমিনেষন বিক্রি কইরা খারাপ কামাই নাই।
বাবুল ভাই এর নমিনেষন তার সাক্ষি।
প্রশ্ন- বাংগালী কে আর কত দিন বোকা বানাবেন?
মাহী-কি যে বলেন ভাই, বাংগালী বোঝে সবচেয়ে বেশী। এই বেশি বুঝে বইলাই আমরা সহ বাকিরা এর সুযোগ নেই। দেখেন না কি ভাব নিয়া মিডিয়া তে কথা বলি, মনে হয় হালার আমার মত স্মার্ট ট্যালেন্টেড রাজনিতীবিদ ছাড়া দেশ চলব না। বাংগালী ও খায়।
ভাই পেট চালাই ভাবের উপরে।
প্রশ্ন- অনেক ধন্যবাদ, আমাদের কে সময় দেয়ার জন্য।
মাহী- আরে কি যে বলেন। অনেক দিন পর কেউ সাক্ষাৎকার নিল। নিজেরই ভাল লাগছে।
আপনাকে অনেক ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।