আমাদের কথা খুঁজে নিন

   

জিয়ার নাম বদলে খরচ হবে ১২০০ কোটি টাকা

প্রচেষ্টা................

আমাদের সময়-২০ ফেব্রুয়ারি, শনিবার: জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের ফলে ১২০০ কোটি টাকা বাড়তি খরচ হবে। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিমানবন্দরের নিয়ন সাইনগুলো, মনোগ্রাম সম্বলিত দাপ্তরিক কাগজপত্র বদলাতে এবং আন্তর্জাতিক সিভিল এভিয়েশন মনোনীত বিভিন্ন জায়গায় নতুন নামাঙ্করণে এ পরিমাণ অর্থ খরচ হবে। তবে সরকারি নির্দেশ না পাওয়ায় এখনও এ বিষয়ে চূড়ান্ত হিসেব ঠিক করতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। গত সোমবারের মন্ত্রিসভার বৈঠকে দেশের প্রধান বিমাবন্দরের নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের বদলে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর রাখার সিদ্ধান্ত হয়। সূত্র মতে, নতুন নামে নিয়ন সাইন তৈরি করতে খরচ পড়বে প্রায় সাত লাখ টাকা।

ইতিমধ্যে নিয়ন সাইন তৈরির কাজ শুরু হয়েছে। এগুলো বানাতে আরো দুই-তিন দিন সময় লাগতে পারে। এছাড়া এ নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিমানবন্দরের কাজে সংশ্লিষ্ট শাখাগুলোর প্যাড ও মনোগ্রাম বদলাতে খরচ হবে প্রায় ২০০ কোটি টাকা। এদিকে সারা বিশ্বের স্বীকৃত বিমানবন্দরগুলোতে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে নতুন নামের নিয়ন সাইন বসানোর কাজ শেষ হতে সময় লাগবে দুই থেকে তিন মাস। এতে কমপক্ষে এক হাজার কোটি টাকার দরকার হবে।

এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার সাহিদুর রহমান জানান, এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো নির্দেশনা মন্ত্রণালয় থেকে পাওয়া যায়নি। নির্দেশনা পেলেই দ্রুত ব্যবস্থা নেয়া হবে। তবে এ বিষয়ে খরচ কত হতে পারে সে বিষয়ে এখনই তিনি কিছু বলতে চাননি। এদিকে, বিমান বন্দরে জিয়ার নামের অংশটুকু গতকাল পর্যন্ত খোলা হয়নি। তবে সরকারের সিদ্ধান্তের পর থেকে জিয়া নামের অংশটিতে আলো জ্বলছে না।

.


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.