আমাদের কথা খুঁজে নিন

   

বিচারক হইতে মন্চায়!!! উনারা বলেন সাংবিধানিকভাবে উনারা দেশের কর্মচারী নন!!!



কি চমৎকার কাহিনী! বিচারকরাই দেশের সেরা । কেননা ২০ বছর উকিল সেজে হাজারো আকাম-কুকাম করে উনারা হাইকোর্টের বিচারক হয়ে যান, তারপর সংবিধানের ফাঁকফোকর বের করে কখনো নির্বাচন কমিশনার, উপদেষ্টা-প্রধান উপদেষ্টা হয়ে যান, আরও কত কি!!! সংবিধান অনুযায়ী উনারা নাকি কর্মচারীই নন, অথচ কি সাংঘাতিক ভাবেই না উনারা জন গনের ট্যাক্সের পয়সায় বেতন ভাতা নেন, পেনশন নেন আর জামিনের নামে কত আকাম করেন সেটা আমরা অবশ্য জেনে গেছি। আরেক জন তো সার্টিফিকেট জাল করেই বিচারক হয়ে গিয়েছিলেন। উনারা হলেন জাতির বিচারক , জাতি যাতে কোন আকাম-কুকাম না করতে পারে সেজন্যেই উনারা আছেন। সাংবিধানিক সকল অধিকার উনারা কড়ায়-গন্ডায় বুঝে নিচ্ছেন সেটা খুব ভালো। কিন্তু ঐ সংবিধান অনুযায়ী জন গনই রাষ্ট্রের মালিক আর ন্যায় বিচার সকল নাগরিকের প্রাপ্য সেটা ভুলে যান কিভাবে? এত প্যাচালের মূল কথায় আসি, আমি বিচারক হইবার চাই, জন গন একটু হেল্প করেন, তার পর দেখামু মজা। সূত্র: কালের কন্ঠ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।