আমাদের কথা খুঁজে নিন

   

বিচারপতি না বিচারক

আমাদের সংবিধান পড়তে গেলেই পদে পদে হোচট খাই ৷ পড়ছিলাম বিচার বিভাগ ৷ এবং প্রথমেই খটকা ৷ সংবিধান বলে - ৯৪। (১) "বাংলাদেশ সুপ্রীম কোর্ট" নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকিবে এবং আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগ লইয়া তাহা গঠিত হইবে। (২) প্রধান বিচারপতি (যিনি "বাংলাদেশের প্রধান বিচারপতি" নামে অভিহিত হইবেন) এবং প্রত্যেক বিভাগে আসন গ্রহণের জন্য রাষ্ট্রপতি যেরূপ সংখ্যক বিচারক নিয়োগের প্রয়োজন বোধ করিবেন, সেইরূপ সংখ্যক অন্যান্য বিচারক লইয়া সুপ্রীম কোর্ট গঠিত হইবে। (৩) প্রধান বিচারপতি ও আপীল বিভাগে নিযুক্ত বিচারকগণ কেবল উক্ত বিভাগে এবং অন্যান্য বিচারক কেবল হাইকোর্ট বিভাগে আসন গ্রহণ করিবেন। (৪) এই সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারক বিচারকার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন। আমি যা বুঝলাম তাতে মনে হয় শুধুমাত্র Chief Justice কে প্রধান বিচারপতি বলা যাবে , অন্যান্য Judge -দের কে বিচারপতি নয় বিচারক বলাই সঠিক হবে ৷ Judge-দের কে বিচারপতি বলা সংবিধান সম্মত হবে না । এমনকি ইংরেজীতে বিচারকদের Justice হিসেবে সম্বোধন করাও সমিচীন হবে না । Judge হিসেবে address করাই সাংবিধানিক হবে । 94. Establishment of Supreme Court (1) There shall be a Supreme Court for Bangladesh (to be Known as the Supreme Court of Bangladesh) comprising the Appeallate Division and the High Court Division. (2) The Supreme Court shall consist of the Chief Justice, to be known as the Chief Justice of Bangladesh, and such number of other Judges as the President may deem it necessary to appoint to each division. (3) The Chief Justice, and the Judges appointed to the Appellate Division, shall sit only in that division, and the other Judges shall sit only in the High Court Division. (4) Subject to the provisions of this Constitution the Chief Justice and the other Judges shall be independent in the exercise of their judicial functions. আশা করি আমাদের বিচারকরা স্বপ্রনোদিত হয়ে এটা শুধরে নিবেন ।ঔ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.