আমাদের কথা খুঁজে নিন

   

বিচারক!!



বিচারক তুমি বিচার করিছো বল কার কোন্‌ দোষে? নিরীহে মৃত্যু'দন্ড দেবে যে,বল কি বা আক্রোশে! সত্য বলিতে শপথ করাও কাঠগড়ার ঐ জনে, ন্যায় বিচারের ব্রত নিয়েছো কি নিজে কভু মনে মনে? আজ যে তোমার দুয়ারে কাঁদিয়া চাহিলো ন্যায় বিচার, গর্দান তার ছেদিলো তোমার অসুরিয় তলোয়ার! কাঁধের উপর ঝোলানো তোমার ন্যায় বিচারের দন্ড, বিচারক কোথা? জল্লাদ তুমি! বহুরূপী এক ভন্ড। শুনেছি আইন অন্ধ তবু সে অন্ধকারেও দেখে, অন্ধ জনেও গর্তে পড়িয়া রাস্তা চিনিতে শেখে। কেমন অন্ধ তুমি ও তোমার বিচারের কাঠগড়া? প্রভাবশালীরা কল-কাঠি নাড়ে তুমি বাঁধো হাতকড়া। কত সত্যের সমাধি রচিত তোমার বিচারালয়ে! কাঁপে না তোমার চিত্ত কখনও মহা-বিচারক ভয়ে? সর্বশক্তিমান খোদা সবই করেন অবলোকন, মজলুমের এই আর্তিতে ভাবো কাঁপে না তাঁর আসন? ভেবে দেখো যদি বিধাতার কাছে এরা অভিযোগ আনে! কি হবে তোমার পরিণতি সেই হাশরের ময়দানে? ধর্ম দন্ড ধর তুমি, গাও সত্যের জয়গান, অন্যথা হলে তাঁর আদালতে পাবে না পরিত্রান..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।