আমাদের কথা খুঁজে নিন

   

গাড়ির হেড লাইটের কারণে কি দুর্ঘটনা বেশি ঘটতে পারে?

মইধ্যে রাইতে লুকাইয়া লুকাইয়া হাসতাম কিন্তু অহন আর হাসবারও পারি না, কিচ্চু হইলেই ঝারি মারে :( ওই কুটকুট কইরা হাসবি না!

কিছুদিন আগে একটা ব্লগ লিখেছিলাম। ভেবে ছিলাম আমি আমার উত্তর পাবো, কিন্তু পেলাম না। তাই আবার রিভিউ করলাম। বাংলাদেশে বিভিন্ন দুর্ঘটনার মধ্যে অন্যতম একটি হচ্ছে সড়ক দুর্ঘটনা। আর এ সড়ক দুর্ঘটনা নিমূলে কাজ করছে, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, অভিনেতা-অভিনেত্রীসহ বিভিন্ন পেশার মানুষ।

কিন্তু প্রশ্ন হলো আমরা এ সড়ক দুর্ঘটনা কতটা কমাতে পেরেছি? মুখোমুখি সংঘর্ষের কারনে আমাদের দেশে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। যার প্রমাণ আমরা প্রতিদিন বিভিন্ন খরব মাধ্যমে পাই। আমার কাছে সড়ক দুর্ঘটনার অন্যতম একটি কারন মনে হয় "হেড লাইট"। আমি ছোট থেকে দেখে আসছি যে কোন বাস, ট্রাক, মাইক্রোবাস এবং অন্যান্য বিভিন্ন গাড়ির হেড লাইটের উপর ভাগের ৫০ভাগ রঙ দিয়ে লেপে দেওয়া হতো। আমি জানতাম না, কেন গাড়ির উপরের ৫০ভাগ রঙ দিয়ে লেপে দেওয়া হতো।

পরে আমার আব্বাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন গাড়ির হেড লাইটের আলো সামনে দিকে অনেক দুর এবং উচু পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফলে সামনে থাকা গাড়ির সাথে অপর পাশে থাকার গাড়ির সঙ্গে সংঘর্ষ হতে পারে। এ কারনে গাড়ির উপরের অংশ রঙ দিয়েল লেপে দেওয়া হতো। কিন্তু গত কিছুদিন যাবত আমি যে বিষয়টি লক্ষ্ করছি কোন গাড়ির হেড লাইটে কোন অংশই রঙ দিয়ে লেপে দেওয়া হয় না। এর কারণ কি? নাকি আমি ভুল জেনেছি? নাকী সরকার এ নিয়মত তুলে দিছে? সত্যিই আমার জানা নেই।

আশা করি কেউ আমার এ সম্পর্কে সত্যি ধারনা দিবেন। সেই আশায় থাকলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.