আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)
গত বুধবার নিউমার্কেট গিয়েছিলাম সামান্য কিছু কেনাকাটার জন্যে। সাথে আম্মা ছিলেন।
আমি আর আম্মা হাটছি, স্টীলের কিছু মাজনী হাতে এক লোক সামনে এসে দাড়াল। বয়স ৩০ এর কোঠায় ছুঁইছুঁই। আম্মাকে বলল, "খালা একটা ছোবা নেন, ভিক্ষা করিনা খালা। কাম কইরা খাই, একটা ছোবা নেন খালা"। কথা গুলো মুখে জড়িয়ে যাচ্ছিল।
ঠিক ভাবে বলতে পারছিলনা। আম্মা কিনে নিলেন একটা মাজনী। এমন সময় লুসনী হাতে এক ছেলে পাশে এসে দাড়ালো। আমি ব্যাগ থেকে টাকা বের করছিলাম এর মাঝে শুনি লুসনী ওয়ালা ছেলেটাকে লোকটা বলছে, "একুশে ফেব্রুয়ারী বই মেলায় যাইস, বেচতে পারবি। আমিও যামু মাজনী নিয়া"।
লোকটার হাতে টাকা দিয়ে হাটা দিলাম। অনুভূতিটা যে কেমন ছিল বলে বুঝাতে পারব না!
এখনও লোকটার কথাগুলো কানে বাজে!
ভাবি কত ভাল আছি। আল্লাহ কত ভাল রেখেছেন আমাকে কিন্তু শুকরিয়া জানাই কি তাঁর দরবারে! একবারও ধন্যবাদ জানাইনা তাঁকে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।