আমাদের কথা খুঁজে নিন

   

অফুরন্ত সময় হারিয়ে শশব্যস্ত; কুয়াশারা আর ভীড়তে পারেনা

♠ ব্লগার ইমন জুবায়ের ♠ মেঘের আড়ালে থাকা একটি নক্ষত্রের নাম
শীতের হাড় কাপুনি ঠান্ডায় প্রায় বরফ হয়ে যাবার মতো অবস্থা; তরু তন্ময় স্নায়ুবত হয়ে গেছে; সকালের সূর্য কতোদিন দেখা হয়না। সেই কাক ডাকা ভোর এখন স্বপ্নের অতীত......... বরফগলা নদীর ধীর স্রোতে পা রাখা যায়না; আর খালি পায়ে শিশির ভেজা দূর্বাঘাসে পা ভেজাবার অদম্য শখ আমার মিটে গেছে। দশ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে তাপমাত্রা বাইরে বেরুনো দায়........... মৈত্রেয়ী বলেছিলো প্রতিটি শীতের সকালে আমি কূয়াশা হয়ে আমি তোমাকে ছুয়ে যাবো; তুমি খালি পায়ে হেটে এসো তালতলায়; হায়!! মৈত্রেয়ী আমি এখন অফুরন্ত সময় হারিয়ে শশব্যস্ত; কুয়াশারা আর ভীড়তে পারেনা আমার দূয়ারে !!! কতদিন দাড়াই না তালতলায়!! সকালের রোদ গায়ে পড়বার আগেই ঘর ছাড়তে হয়; মধ্য গগনের রবি যখন মাথার উপর তখনও পেটে পড়েনা দানাপানি। আমি খেটে যাই ইটভাঙ্গা হাতুরির মতো লালচে হয় আমার হাত দুটো তবুও থামিনা। বড় একটা নিশ্বাস নিতে গিয়ে আমি আচমকা দেখি ভীড় ঠেলে বাইরে আসা ছোট্ট শিশুর কান্না; মা হারানোর কিংবা ক্ষুদার জ্বালা। আমি তুলে নিতে পারিনা নিজের আহার !!!! মৈত্রেয়ী তুমি কি শুনতে পাও ? কারো কান্না ক্ষুদার জ্বালা কিংবা স্বপ্ন হারানোর; লাল দালানের ইট ফুড়ে কখনই হয়তো পৌছায় না এই সব- তুমি বলেছো কুয়াশা হবে; ভয় হয় যদি তা না হয়ে কান্না হয়ে যাও কখনো তাহলে ঠেকাবো কিভাবে?
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.