আমাদের কথা খুঁজে নিন

   

নিশিদিন ভালোবাসা.........



অবহেলা শব্দটার সাথে চিরদিনই অদ্ভুত এক সখ্যতা রয়েই গেলো। ছেলেবেলার ভালোলাগার পরম বোধ এবং যার জন্য সকাল বেলার শিউলী ফুল, সবই শুধু এই অবহেলা শব্দটার কাছেই হেরে গিয়েছিলো। তোমার সাথে দেখা হবার পর হারানো সবকিছুর জন্য বেদনাবোধ দিনে দিনে বাতাসে মিশে গিয়েছিলো । তোমার উজ্জ্বলতার কাছে হেরে যাচ্ছিল সব না পাওয়া বোধেরা! একটাদিন তোমাকে না দেখলে মনে হতো আজ সূর্য্য ওঠেনি। তুমি বাসার সামনে দিয়ে ইস্কাটন মোড়টা পার হয়ে হেঁটে যেতে শুধু।

কয়েকটা পলকের দেখা! সেই তো আমাদের প্রেম। পুরাতন এবং চিরকালের। আজ অজস্র ভালোবাসার বছর পেড়িয়ে, মনেহয় আবারও অবহেলা শব্দটার কাছে মাথা নোয়াতে হয়! তোমাকে চেনার চোখ দুটো নিজের হাতে উপড়ে ফেলতে ইচ্ছে করে! ইচ্ছা করে নিজের কান দুটোকে বলি বধির হয়ে যাও। তুচ্ছকিছু অভিলাষের তোপে, আমাকে তুমি একা করে দাও। আমাদের একাগ্রতায় এ কোন ক্ষরতাপ আজ? আগুনে পুড়তে ভয়নাই।

পানিতে ভাসতেও ভয়নাই। শুধু ভয় হয় যদি আবার ও অবহেলা পাই। তাহলে আবারো খুব একা হয়ে যাবো আমি। সেই এক পা ওয়ালা শালিকটার মত। তুমিই একদিন বলেছিলে ,এক পা ওয়ালা শালিকের জীবন তোমার নয়।

অথচ! ভালো থেকো মন। অবহেলা দুরে থাক! এই এক জীবনের বড়ইপাতা নিমপাতা দুঃখরাশি দুরে সরে যাক। নিশিদিন ভালোবাসা হোক। চলো ভালোবাসার পানশীতে ভেসে আকাশ এর রং ছুয়ে দেখি। দেখি আজো সুখে ভেসে দু'চোখে শাওন আসে কিনা! এক একটা আনন্দ সন্ধ্যা পারি দিলে মনে হয় কিনা , "তোমার সংগে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতোনা।

" (জেরির মত বলতে পারলে ভালো হতো,ভালোবাসার গুষ্টি কিলাই... Click This Link এত মজা লাগলো ওর পোষ্ট টা পড়ে। ভালোবাসা নিশিদিন ধরে বাসাই ভালো...)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।