আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্র রাজনীতি Cambridge University এর অভিজ্ঞতা।



ছাত্র রাজনীতি মৃদু এবং কঠোর সমালেচকরা মাত্রই প্রায়সই বলে থাকেন যে, দুনিয়ার আর কোথাও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নাই। অনেকে আবার একটু নমনীয় ভাবে বলেন যে, ছাত্রদের দাবী আদায়ের সংগঠনের আছে বটে; কিন্তু তার সাথে জাতীয় রাজনীতির কোন রূপ সংশ্রব নাই। পৃথিবীর নানা দেশের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যারয়ে বিচরণকারী এদেশের শিক্ষক বুদ্ধিজীবিদের মুখে যখন বারংবার এই কথা শুনি ...............তখন আমার মত 'কুয়োর ব্যাঙের' সেই কথা বিশ্বাস না হয়ে কী উপায় আছে। কিন্তু, বিভ্রান্ত হই । বহু আলোচিত ও নিরংকুশ সংখ্যা গরিষ্ঠতায় সমর্থিত বক্তব্যের প্রতি সংশয় দেখা দেয় যখন দেখি .................................. The Cambridge University Conservative Association এই টি কি ধরণের সংগঠন? আসুন তাদের ভাষায় পড়ি................. CUCA was founded in the early 20th Century to promote knowledge, discussion and support of Conservative policy, practice and philosophy both within the University and outside, and to provide active assistance for the Conservative cause. Cambridge Universities Labour Club নামে ক্লাব হলেও এরা কিন্তু রাজনীতি নিরেপেক্ষ নয়। আসুন তাঁদের ভাষায় পড়ি..................... Cambridge Universities Labour Club is the premier organisation for the democratic left at Cambridge (both University of Cambridge and Anglia Ruskin University). CULC stands for the democratic socialist values that have informed the Labour Movement throughout its history: social justice, equality, tolerance and internationalism. বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যদিও তাদের সাথে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির সংশ্রব স্বীকার করkc লজ্জা পায়............ ইসলামী ছাত্র শিবির -এর সভাপতি নির্বাচন প্রসঙ্গ জনাব মুজাহিদী বলেন, ছাত্র শিবির স্বাধীন সংগঠন. তার সাথে জামায়েত ইসরামের কোন যোগাযোগ নাই............... কিন্তু ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের Cambridge Universities Labour Club দ্বিধাহীন ভাবে বলে........................... Although affiliated to the Labour Party and with close links to the local constituency Labour Party, the Labour Club is a broad church, unafraid to be constructively critical of the Labour Party. *****************************অসমাপ্ত********************************** ধন্যবাদ। প্রফেসর ইফতেখার ইকবাল ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। Reshaping student politics

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.