আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী মিডিয়া আর জনগনের চাওয়া।

নিজের জাতি আর মানুষের কল্যাণেই শান্তি পাই। সবাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কি বুঝতে পারছি কি হচ্ছে পর্দার সামনে আর পর্দার আড়ালে? মিডিয়া হচ্ছে মানুষের মুখপাত্র, কিন্তু মিডিয়া আজকে কি খবর আর কিসের খবর প্রকাশ করছে? দু একটি মিডিয়া ছাড়া বাকিগুলা মিথ্যা খবর প্রচার করে জনগণকে বিভ্রান্ত করছে। মানুষ জানতে পারছেনা কি আসছে দেশের ভাগ্যাকাশে। আমরা যুদ্ধ অপরাধীদের বিচার চাই, কোন প্রহসন চাইনা। কোথাও গণজাগরণের নামে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে।

মানুষের দৃষ্টি ঘুরিয়ে নেয়া হচ্ছে অন্যদিকে। একটি মুসলিম দেশে ব্লগিং এর নামে নাস্তিকতাকে প্রশ্রয় দেয়া হচ্ছে। ইসলাম আর মুসলমানদেরকে দেয়া হচ্ছে চরম অপমান আর ছড়ানো হচ্ছে বিভ্রান্তি। এতে সহযোগিতা করে যাচ্ছে বেশিরভাগ মিডিয়া আর আমাদের কিছু লোক। কিন্তু মিডিয়া আর ওই লোকেরা কি চিন্তা করছে তারা কি করছে? এই দেশটাকে অস্থিরতা আর গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়ার দায়িত্ব নিবে কে? মিডিয়া কি এড়াতে পারবে এর দায়ভার? আমরা মানুষ, আমরা মুসলমান, আমরা বাংলাদেশী আমরা সবাই ভাই ভাই।

বাংলাদেশের মুসলিম, হিন্দু আর খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলে এক পাতিলের ভাত খাওয়া আমাদের প্রাণের কামনা। নিজেদের মধ্যে শত্রুতা তৈরি করা না। তাই মিডিয়ার কাছে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের পক্ষ থেকে আকুল আবেদন থাকবে, নিরপেক্ষ আর সত্য সংবাদ নিয়ে প্রকাশ করুন। মানুষের হয়ে কাজ করুন, কোন স্বার্থবাদীদের হয়ে নয়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.