আমাদের কথা খুঁজে নিন

   

একটি ভেলেন্টাইন ইশপ‌্যাচাল ছড়া ! (অতীব লুল )

যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম।

শোন খুকু খোকারে মোজাম্মেল ভাইয়াটা ছিল খুব বোকারে তার সব প্রেমিকারা দেয় তাকে ধোকারে ( সামহয়্যার ভরে গ্যাছে কবি আর জোকারে !) প্রথম সে পড়েছিল জেনিফার প্রেমে দেয়ালের ছবি এলো হৃদয়ের ফ্রেমে তারপর ব্রিটনি, তারপর শাকিরা এই দেখে হিংসায় জ্বলে ওঠে বাকিরা। নিউ নিউ লাভ করা ছাড়া তার কাজ নেই মোজাম্মেল ভাইয়ার নাকি মোটে লাজ নেই। ভালবেসে পেতে চায় সে শারাপোভাকে তারচেয়ে ভাল- পেলে আনা কুনির্কুভাকে সানিয়া মির্জা আসে ইদানীং ভাবনায় কাকে ছেড়ে কাকে চেয়ে যাব শেষে পাবনায় ? বলিউডি নায়িকারা দল বেঁধে আসছে কেউ ভালবাসছে কেউ দেখে হাসছে (কেউ কেউ চুপি চুপি খুক খুক কাশছে !) ঘুমালে স্বপ্নে আসে বলিউডি রানী দুইজনে লেপ নিয়ে চলে টানাটানি ইশারায় কাছে ডাকে প্রিয় প্রীতি জিন্তা মন চায় তার সাথে ডেন্স করি -ধিন্ তা। চুপি চুপি কাছে আসে লম্বাটে কারিনা তার সাথে প্রেম করে কুলাতে তো পারি না। সুষ্মিতা, ক্যাটরিনা সকলেই লাম্বা ভালবাসা জমে খুব কাছে এলে রাম্বা। ( আমি গাই সারেগামা, গরু গায় হাম্বা সামহয়্যার পাঠকেরা বলে, ব্যাটা থামবা ?) ঢালিউডি অপু এসে মারে খুব লম্ফ তার সাথে নাচা মানে - মহা ভূমিকম্প ! কেঁপে ওঠে ভূমি নাকি কেঁপে ওঠে খাটটা ? ঘুম ভেঙে জেগে দেখি বেজে গ্যাছে আটটা। এইবার নিতে হবে ইশকুলের পাঠ টা।[/si

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.