আমাদের কথা খুঁজে নিন

   

অনেকের মুখে শুনি বাংলাদেশে এইবার গৃহযুদ্ধ লাগবে, কেন লাগবে!!

এহহামিদা'র ব্লগ!!

মুজিব মরার পরে কাদের সিদ্দিকী দেশ ছাইড়া ভারত গেছিল মুজিবাদর্শের কারনে!! মুজিবের আদর্শ তার কাছে এতটাই মহান ছিল যে সে শপথ নিয়া ভারত গেল বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য!! মোটামুটি একটা গেরিলা ফোর্স দাড় করাইয়া ফেলল বাংলাদেশের ভুখন্ডে চোরাগুপ্তা হামলাও চালান শুরু করছিল তারা!! সফল হইতে পারে নাই!! ঐটারে আদর্শিক গৃহযুদ্ধ না বইলা চোট্টামী আর ছ্যাচরামী বলাই ভাল ছিল!! কোন গ্রামে আশ্রয় নিলে,গ্রামের মানুষ প্রথমে দুধ কলা দিয়া হেগোরে ঘুম পাড়াইত, তারপর সেনা সদস্যগোরে খবর দিয়া দিত গদাম লাথি সকাল হইতে না হইতেই!! স্বাধীনতার পরে আরেকটা সমস্যা যেইটা পাকিস্থান আমল থেইকা ক্যারি ফরওয়ার্ড!! পাহাড়ীরা বিশেষ কইরা চাকমারা ঐপাড়ে গিয়া গেরিলা ফোর্স গঠন কইরা বসল!! চোরা গুপ্তা হামলা চালানো শুরু করল যার বেশীর ভাগই পার্বত্য এলাকাতেই সীমাবদ্ধ ছিল!! তবে এই ক্ষেত্রে সকল পাহাড়ীদের সমর্থন ছিল কিনা তাও একটা কনফিউশনের ব্যাপার!! বাংলাদেশের সেনারা সঠিক সময়ে সঠিক জায়গায় গিয়া বিদ্রোহীগোরে দিত গদাম লাথি!! আমার কাছে মনে হয় একটা সফল বা সুদুরপ্রসারী বা কলিজা কাপানো গৃহযুদ্ধ সংগঠন করার জন্য যেই জিনিষটা লাগে তা হইল তা হইল জনসমর্থন!! এই জনসমর্থনটাও আবার যেমন তেমন হইলে হইব না!! এর মধ্যে হয় আন্চলিকতার একটা উপাদান থাকতে হইব, নয়ত ভাষাগত উপাদান থাকতে হইব, নয়ত ধনী-দরিদ্রের মত শ্রেনীগত একটা উপাদান থাকতে হইব বা ধর্মীয় একটা উপাদান থাকতে হইব!! আমার কাছে মনে হয় এর মধ্যে যে কোন একটাই এনাফ না!! অন্ততপক্ষে, দুই বা তারও অধিক উপাদান থাকাটা জরুরী!! তবে হ্যা, অন্যদেশ যদি আইসা দাদাগিরী করতে চায়, তাহইলে গৃহযুদ্ধ লাগার জন্য আর কিছুই দরকার হয় না!! বিদেশীগোরে গদাম দিতে সব দেশের বেশীরভাগ মানুষই কোন কসুর করে না!! জাসদ, দাদা ভাই,মেজর জলীল, কর্নেল তাহের ১৯৭২-১৯৭৫ যেইটা চেষ্টা করছিল তা ছিল ধনী-দরিদ্রের শ্রেনীগত সমস্যা বা নীপিড়ক ও নীপিড়িতের ইস্যুটাই তাদের কাছে ছিল প্রধান!! বাংলাদেশে এখন পর্যন্ত যা কিছু ঘটছে, এর মধ্যে সফল গৃহযুদ্ধ সংগঠন করার মত কিছু ঘটাইতে চাইলে এরাই ঘটাইতে পারত!! এরা বাংলাদেশ সেনাবাহিনীর মত জায়গায় কিছুটা সময়ের জন্য হইলেও একটা বিভক্তি আনার ক্ষেত্রে সফল হয়েছিল!! সেই বিভক্তিটা কিন্তু অফিসার বনাম অফিসার ছিম না!! সেনাবাহিনীর সবচেয়ে মারাত্নক বিভক্তি অফিসার বনাম সাধারন সৈনিক বিভক্তিটা তারা কিছু সময়ের জন্য আনতে সফল হয়েছিল বিপ্লবী সৈনিক সংস্থা গঠনের মাধ্যমে (যা একটা স্বাধীন দেশে চরম রাষ্ট্রদ্রোহীতার সামীল)! তবে একটা যুগপত গৃহযুদ্ধ সংগঠন করাটা তাদের পক্ষে সম্ভব হয় নাই কারন সেনাবাহিনীতে অফিসার -সৈনিক বিভক্তি কিছু সময়ের জন্য আনতে সফল হইলেও সময় ও সুযোগ তাদের বিপরীতে চলে যায়!! অনেক ক্ষেত্রেই সেনা কর্মকরতাদের ব্যক্তিগত বিরোধ থাকলেও উপরের দুইটা ক্ষেত্রেই এই ব্যক্তিগত বিরোধগুলারে কেমন যেন গৌনই বলা যায়!! জাসদ, কর্নেল তাহেরের নেতৃত্বাধীন সামরিক সংগঠন বৈপ্লবিক সৈনিক সংস্থার মাধ্যমে অফিসার সৈনিক বিরোধ আনতে সফল হইলেও খুবই সামন্য সময়ের মধ্যেই তা কর্পুরের মত উবে যায়!! আর সর্বহারা-আম্বা সংঘর্ষ ও শেষমেষ স্বাধীন বংগভুমি আন্দোলনের মধ্যে প্রথমটা ছিল শ্রেনীগত আর দ্বিতীয়টা ছিল আন্চলিক!! এই দুইটাও বিফল হয়ে যায়!! সর্বহারা-জাসদ-বামগোরে ঠেকানের জন্য বাংলাদেশের স্বাধীনতার দুই বছর যাইতে না যাইতেই যুদ্ধাপরাধীগোরে ছাইড়া দেয় মুজিব!! দল না করলেও তারা মুজিবরে ভাবে ভাবে সমর্থনও দেয়!! তেলেজলে যেমন মিশে না, সংগঠন হিসেবে বাম-জাশির মিলনও সম্ভব না!! এই সুযোগটাই মুজিব নিতে চাইছিল সেই সময়ে যুদ্ধাপরাধীগোরেক্ষমা কইরা!! ১৯৭৭-৭৯ এর পরে এই গৃহযুদ্ধের কথা আর শোনা যায় নাই!! ১৯৯০ এর পরে আবার শোনা যেতে থাকে গৃহযুদ্ধের কথা!! প্রথমবার শোনা যায় ১৯৯৬ সালে!! বিএনপি সরকার বিরোধী আন্দোলনে আম্বা-জাশী তখন এক জোট!! আম্বারা জামাতের সাথে সম্পর্ক করায় ১৯৯১ সালের নির্বাচনে আম্বা-বাম জোটবদ্ধ ভাবে নির্বাচন করলেও বামরা ১৯৯৬ সালে আম্বাদের কাছ থেকে সরে যায়!! সেই সময়টাতে আম্বা-জাশিরা তত্বাবধায়ক সরকারের দাবীতে আন্দোলন করলেও ঘুরে ফিরে তাদের মুখে শোনা যেতে থাকে গৃহযুদ্ধের কথা!! জনসভায় জনসভায় গৃহযুদ্ধের আবহ সৃষ্টি করার ক্ষেত্রে এই গৃহযুদ্ধের কথা শোনা যেত ঘুরে ফিরে!! মুজিব সব যুদ্ধাপরাধীগোরে ছাইড়া দিছিল, এইটা সব বামগো বইতেও আছে!! এখন অনেক লেখক পল্টি খাইলেও!! এরপর আবার শোনা যেতে থাকে ২০০৬এর শেষের দিকে!! এইবার অবশ্য অগ্রনী ভুমিকা পালন করে সুশীলরা!! বিভিন্ন টক শোতে বিভিন্ন আলোচনায় আকারে ইংগীতে, ভাবে, কথায় গৃহযুদ্ধের জানান দিতে থাকে তারা!! এখন আবার শোনা যাচ্ছে গৃহযুদ্ধের কথা!! আম্বারা বলা শুরু করছে জাগো বাহে, কুনঠে সবাই (আমেরিকা থেইকা), অস্র জমা দিছি, ট্রেইনিং দেই নাই (লন্ডন থেইকা)!! আবহ সৃষ্টির পায়তারা!! আবার অন্যরাও বলা শুরু করছে জাশি অনেক সংগঠিত তারা গৃহযুদ্ধের মত কিছু একটা ঘটাইয়া দিতে পারে!! ক্যামনে!! শুধু তথাকথিত আদর্শ দিয়া!! এর মইধ্যে আন্চলিকতা কই, ধনী-দরিদ্রের বিভাজন কই, ভারত বাংলাদেশে সামরিক অভিযানও চালায় নাই (ভারত অন্য দিক দিয়া পোংগা মারার তালে আছে, যদিও কিছু দিন আগে ইন্দিরার নাতি রাহুল বলছে সে অবিভক্ত ভারত চায়), ধর্মীয় উপাদান কিছু আনার চেষ্টা করলেও বাকী ১২% হিন্দু বাদ দিয়া ৬%মুসলমান দিয়া কিছুই হইব না (স্বাধীনতার আগেও ৬% এর সমর্থন ছিল এখনও একই)!! ৮২%মুসলমান জামাতরে সমর্থন করে না!! জেএমবি যেমন চিমটি দেয়ার চেষ্টা করছিল, জাশি নিদেনপক্ষে সেইটা করতে পারে!! অথবা ১৯৭২-৭৫এর মত খুনাখুনী হইতে পারে!! আবার দেখা যাবে, একসময় আম্বা-বামের মতই আম্বা-জাশী জোটও হইয়া যাইতে পারে!! বাম যেমনে ভাংতে ভাংতে আম্বার সাথে ক্ষনে থাকে ক্ষনে থাকে না, তেমনি দেখা যাবে জাশীও অন্য নামে আম্বার সাথে ক্ষনে থাকবে ক্ষনে থাকবে না!! নতুন নামে একটা নতুন দল করার জন্য কোন এক সময়ে একজন সংসদ সদস্য ছিল বা ৩০-৪০ টা জেলা থেইকা সিগনেচার আনতে হইব!! এইটাই যথেষ্ঠ!! ৬% জাশী ঠিকই তাগো নেতা চিনতে ভুল করব না!! নাম বদলাইব হয়ত (এখনি শিওর না)!! কাম বদলাইব না!! আর বাংলাদেশে গৃহযুদ্ধ!! সম্ভব না!! কারন গৃহযুদ্ধ লাগানোর মত উপাদান বাংলাদেশে কোন সময়ে মুখ্য ছিল না, হবেও না!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.