আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ এখন অনেকের আদর্শ : অমর্ত্য সেন

নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন বলেছেন, 'বাংলাদেশকে যারা এক সময় তলাবিহীন ঝুড়ি বলত, তারা আজ বাংলাদেশকে আদর্শ হিসেবে মানে। এটা বাংলাদেশের জন্য বড় অর্জন। পৃথিবীতে বাংলাদেশের সম্মান অনেক বেড়েছে। তবে সামগ্রিক, সামাজিক এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নারীর অংশগ্রহণ আরো বাড়াতে হবে। আর জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে।

বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। কারণ এর ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ' গতকাল শুক্রবার জাতীয় জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। সিপিডি ট্রাস্টি বোর্ডের সদস্য ও আইন সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামালের সভাপতিত্বে 'বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর_একাত্তরের ভাবকল্প ও চার দশকের যাত্রা' শীর্ষক স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান।

এ ছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অমর্ত্য সেন বলেন, 'বাংলাদেশ নারী উন্নয়নে অনেক এগিয়েছে। তবে তাদের আরো এগিয়ে নিতে হবে। সমাজে তাদের অংশগ্রহণ বাড়াতে হবে। ' বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, 'রাষ্ট্রের প্রধান দায়িত্ব সব ধর্মকে সমান গুরুত্ব দেওয়া।

কোনো ধর্মকে প্রাধান্য বা বিশেষ গুরুত্ব দেওয়া যাবে না। এতে করে বিভেদ বাড়ে। ' তিনি বলেন, 'ইউরোপ-আমেরিকায় অসাম্প্রদায়িকতার ধরন ভিন্ন বলে তাদের ওখানে ঝগড়া-বিবাদ হয়। কিন্তু বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় এর ধরন আবার ভিন্নতর। ফলে এ অঞ্চলে ঝগড়া হয় না।

' এ কে খন্দকার বলেন, 'স্বাধীনতার ৪০ বছরে বাংলাদেশের অর্জন কম নয়। অর্জন-ব্যর্থতার খতিয়ানে অর্জন অনেক। তবে সময় এসেছে মূল্যায়ন করে দেখার আরো কী পেতে পারতাম। ' অধ্যাপক রেহমান সোবহান বলেন, 'গত ৪০ বছরে আমাদের অর্জন আছে। গণতন্ত্র, জাতীয়তা, অসাম্প্রদয়িকতা এবং সমাজতন্ত্র এসব ক্ষেত্রে এগিয়ে।

তবে সমস্যাও রয়েছে অনেক। আগামী দিনগুলোতে সবার অংশগ্রহণ নিশ্চিত করে সামনে এগিয়ে যেতে হবে। ' মূল বক্তব্যে এই অর্থনীতিবিদ বলেন, 'বাংলাদেশে আইনশৃঙ্খলা এখনো ঝামেলাপূর্ণ যত না নিরাপত্তা দেয়। তারা দেখে কে সেবা চাইছে। তাই ধনীদের জন্য এক আইন।

আর গরিবের জন্য আরেক। ' তিনি বলেন, উন্নয়নের জন্য সম্পদ সবার মধ্যে বণ্টন করে দিতে হবে। সবাইকে সম্পদের মালিকানা দিতে হবে। গরিবকে করপোরেট কর্মকাণ্ডে অংশ নিতে সহায়তা বাড়াতে হবে। ' Click This Link ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.