আমাদের কথা খুঁজে নিন

   

এখনো অনেকের কাছেই গোলাম আজম প্রেরনার নাম !!

সবার আগে নিজেকে জানতে শেখো........... নিজের মনের গভীরতাকে মাপার চেষ্টা করো......... তাহলেই অন্যের মন বোঝার হ্মমতা তোমার হবে *_* ~_~ যে এই দেশের স্বাধীনতা চায়নি , যে পাকিস্তানী আর্মিদের নির্দেশ দিয়েছিলেন- '' অস্ত্রধারী অনুপ্রবেশকারীদের দেখা মাত্রই খতম করতে হবে ( অনুপ্রবেশকারী হিসেবে মুক্তিযোদ্ধাদের বুঝিয়েছিলেন) , যে তৎকালীন ক্ষমতাশালী দেশগুলোর কাছে নিজে অনুরোধ করেছিলেন যেনো বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া না হয় সেই ''গোলাম আজমের'' মুক্তির দাবীতে এই স্বাধীন বাংলার মাটিতে ''হরতাল'' দেখতে হয় এই জাতীকে ! জাতী হিসেবে এরকম অভাগা দেশ কী পৃথিবীর ২য় একটিও আছে ?? জাতী হিসেবে কী আমরা লজ্জিত না ? এখনো এই দেশের তৃনমূল গ্রামীন মানুষের কাছে মুজিবের তর্জনীর স্লোগানের থেকে এই সব ধর্ম ব্যাবসায়ীরা সব থেকে বেশী জনপ্রিয় ! জাতী হিসেবে আমরা ব্যারথ যখন দেখি শহীদের রক্ত ভেজা মাটির ঘ্রানের স্বাদের থেকে তাদের কাছে সাঈদীর ওয়াজ অনেক গুরুত্তপূর্ণ !! আমরা বোঝাতে পারিনি তাদের , ইতিহাস তাদের কাছে পৌছে দিতে পারি নাই , তাই স্বাধীনতার আজ এতো বছর পরেও আমাদের লড়াই করে যেতে হচ্ছে ''স্বাধীনতার প্রকৃত ইতিহাস উদ্ধার'' করার যুদ্ধে !! স্বীকৃতির পাওয়ার এতো বছর পরও নিজেরা নিজেরাই বাকযুদ্ধে লিপ্ত হই '' মুক্তিযুদ্ধে কার অবদান কতটুকু !!'' কিন্তু এগুলার ফয়সালা হয়ে যাওয়ার কথা সেই একাত্তরের পরবর্তী সময়েই ! ''গোলাম আজমের'' রায় কাল ? কিন্তু কাল হতে পারতো এই পশুটার ৩০ বা এর আশেপাশের কোনো এক সংখ্যার মৃত্যু বার্ষিকী ! কিন্তু আমরা পারি নাই ! আজ আমার কভার ফটোতে ''খালেদার সাথে গোলাম আজমের'' ছবি শোভা পাচ্ছে ! কিন্তু এর ব্যাতিক্রম চিত্রও রয়েছে , শেখ হাসিনার সাথেও রয়েছে পশুটার হাসোজ্জল ছবি ! আর গতকাল শুনলাম বিএনপির ইফতার পার্টিতে জামাত যাবে বলে আওয়ামীলীগ যোগ দেবে না , ঠিক এরকম মানসিকতা থাকলে বোধয় হাসিনার সাথে পশুটার ছবি থাকতো না পশুটা কোন ক্ষমতার বলে হাসিনা পর্যন্ত পৌঁছাতে পেরেছিলো জানি না কিন্তু এতটুকু বলতে পারি-আমার বাবার খুনির সাথে আমি ১০ বছর পর হলেও হাসোজ্জল ছবি তুলতে পারতাম না ! এই পশুটাকে কী তবে আমরা মুক্তিযুদ্ধের চেতনাধারীরাও সুযোগ দেই নাই ??? মুল রায়ের ৪ মাস পার হয়ে যাওয়ার পরও কাদের মোল্লাদের আপিলের রায় পর্যন্ত যেখানে পাওয়া যায় না সেখানে কালকের রায়ের পর আজম আপিল করবে এবং সেই আপিলের রায় পেতে পেতে বিএনপি ক্ষমতায় আসলে ??? হাহাহাহা মুক্তিযুদ্ধের চেতনা কোনো একটা দলের একার সম্পত্তি হতে পারে না , আমি শুধু জানি আমার ''জাতির পিতার'' আদর্শ এখন আর কোনো দল বা গোষ্টী লালন করে না , যদি সেটা হতই তাহলে উপরের বিষয়গুলা ''কাল্পনিক চরিত্র'' হিসেবেই থেকে যেতো ঐ চোখে আজ আলোকিত , বেঁচে থাক আমার মানচিত্র........................ গোলাম আজমের রায় না , কার্যকরের অপেক্ষায় থাকলাম......... জয় বাংলা , জয় বঙ্গবন্ধু ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.