আমাদের কথা খুঁজে নিন

   

অনেকের বাড়ী ফেরা হয়নি



সবাই বাড়ী ফিরছে সবাই বাড়ী ফিরছে কিন্তু অনেকেই বাড়ী ফিরে নি । এর জবাব এখন কে দিবে? নেই কেই আজ তাদের পাশে । আছে শুধু বুক ফাটা চিৎকার আর হা হা কার । এগুলো কে সঙ্গী করেই সামনের পথটুকু চলা । এই চলা যেন থেমে যায় সামনে পা বাড়িয়ে আর পথ চলতে ইচ্ছে করে না ।

হোঁচট খেয়ে খেয়ে কেবলই পরে যায় । কাজে কাজেই আমাদের দায়িত্বহনীতার প্রকাশ আরো প্রবল আকার ধারণ করে । দেখার কেউ নেই । আকুতির মিনতি আকাশের এক প্রান্ত থেকে শূন্যে মিলিয়ে যায় । না ফিরার দেশের মানুষেরা আর ফিরে না ।

বুদ্ধির কলম দিয়ে এই ঘটনা গুলোকে কাজের উপরের আনা যায় ঠিকই কিন্তু ধার ছাড়া কলম খূবই দূর্বল বেশি কিছু করার ক্ষমতা তার নেই এ আগেই ভেঙ্গে যায় । প্রাণহীন দেহ গুলো পানিতে পচে মরে,উদ্ধারকাজ থেমে যায় প্রিয়জনের শেষ স্মৃতির চিহ্ন দেখার সুযোগ নেই । ডুবরিরা পেট চিড়ে দেয় তাই উপরের ভেসে আসে না বদনের পূর্ন অবয় । একি নিস্টুরতা নিহতের সংখ্যা হয় হাতে গুণা ৭৭ কিংবা ১০০ বাকীরা সবাই নিখোঁজ। নিখোঁজের যন্ত্রণা যে আরো বেশি এ কথা কাকে বুঝাই ।

নিখোঁজ হয়ে ই যেন থাকতে ইচ্ছে করে এমন প্রবনতা কার মাঝে থাকে । সবাই তো নিজের জানান দিয়েই বেচেঁ থাকার স্বার্থকতা খোঁজে বেড়ায় । তাদের জন্য আমরা দোয়া ছাড়া আর কিছুই করতে পারি না । ভোলার কিশেরগঞ্জে পর পর ঘটনা গুলো প্রিয়জন হারানোর বেদনা কে আরো বেশি বিচলিত করে । আমাদের সীমাবদ্ধতার দ্বার এখানেই রচিত হয় ।

পরস্পর বিশ্বাস আর ভালোবাসার স্থান গুলো অনুভূতির ধড়িবাজদের প্রচন্ড লোভনীয় দৃষ্টিতে হারিয়ে যায় প্রাণের বিনিময়ে । এই বিনিময়ের হিসেব খুব সহজ ভাবে করে নেয় । অবিশ্বাস,সন্দেহ,কু-ধারণার জালে আটকা পরে যায় । প্রতিটি জীবনের দাম মাত্র ৩০ হাজার টাকায় শোক প্রস্তাবে বিক্রি করা হয় । এদের ক্রেতাগণ অদৃশ্য জগতে বিচরণ করে বেড়ায়।

প্রাণের দাম যেন খুবই সস্তা নিদারুণ বিবেচনা বোধ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.