আমাদের কথা খুঁজে নিন

   

বসন্তের প্রথম দিনে ভালোবাসা দিবস করার প্রস্তাবটা মন্দ না

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

ফেসবুকে এই রকম একটা প্রচারণা দেখলাম। প্রস্তাবটা খারাপ না। বরং আমার কাছে মনে হয়, ভ্যালেন্টাইনস ডে বলে যেই দিবসটা আছে সেটা আমাদের দেশে বসন্ত বরণের সঙ্গে মিলিয়ে ফেলা যায়। মাত্র ১ দিনের ব্যবধান। ভ্যালেন্টাইস ডে এর নাম আমরা দিয়েছি বিশ্ব ভালোবাসা দিবস ওরফে ভালোবাসা দিবস।

বসন্তের প্রথম দিনটি ভালোবাসা দিবস হিসেবে পালন করলে ভালোবাসা দিবসের আমেজটি একেবারে আমাদের দেশের সাংস্কৃতির সঙ্গে মিশে যাবে। সত্যিকার অর্থে পশ্চিমারা যেভাবে ভালোবাসা দিবস পালন করে আমরা সেভাবে করি না, করা উচিতও না। ১৯৯৩ সালে যায়যায় দিন ম্যাগাজিনের মাধ্যমে শফিক রেহমান যে ভ্যালেন্টাইস ডে এর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন ভালোবাসা সংখ্যা প্রকাশের মাধ্যমে, সেই ভ্যালেন্টাইস ডে এখন ভালোবাসা দিবস নামেই বেশি পরিচিত। ওই পত্রিকা পরবর্তী সময়ে ভ্যালেন্টাইস ডে সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গিও বদলায়। তারা ভালোবাসাটাকে কেবল জুটির মধ্যে সীমাবদ্ধ না রেখে সকলের মধ্যে ছড়িয়ে দিতে আহবান করে।

ফলে ভ্যালেন্টাইনস ডে যেমন কেবল প্রেমিক প্রেমিকার দিবস, আমাদের ভালোবাসা দিবস তেমনটি নয়। আমরা ভালোবাসাকে কেবল প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ না রেখে স্বামী স্ত্রী বাবা-মা, সন্তান, বন্ধুর মধ্যে ছড়িয়ে দিয়েছি। ভালোবাসা দিবসে সবাইকে ভালোবাসা জানাচ্ছি। যদি ভ্যালেন্টাইস ডে আমাদের দেশে ভালোবাসা দিবস হতে পারে, তবে সেটার তারিখও আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে মিলিয়ে পরিবর্তন করা যেতে পারে। পৃথিবীর অনেক দেশেই বসন্তের প্রথম দিন ভালোবাসার দিন হিসেবে পালিত হয়।

সুতরাং বসন্তের প্রথম দিনটি ভালোবাসা দিবস হিসেবে পালন করলে মন্দ হয় না। প্রস্তাবটা খারাপ নয়। সবাইকে বাসন্তী শুভেচ্ছা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।