আমাদের কথা খুঁজে নিন

   

বসন্তের বিভিন্ন রং



কবি গুরু রবীন্দ্র নাথ-এর ভাষায়, আহা আজি এ বসন্তেএত ফুল ফোঁটে এত পাখি গায় ........................ কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে তাদের কাছে কিবা বসন্ত কিবা শীত সবই সমান। ছবিতে, একটি বালককে চকলেট বিক্রিকরতে দেখা যাচ্ছে, ছবিটি আমি তুলেছিলাম চারুকলা ইনস্টিটিউট থেকে। যেখানে পহেলা বসন্তে হাজার হাজার মানুষ রং-বেরংয়ের পোশাক পড়ে নিজেদের আনন্দ প্রকাশ ক রছেন । আর এছেলেটি কতগুলো চকলেট বিক্রি করে দিনের শেষে খাবার যোগার করার জন্য চেষ্টা করছে। যদি সত্যিই তার কিছু টাকা আয় হয় তবে হয়তো দিনের শেষে তারও বসন্তের আনন্দ কিছুটা হলেও অনুভব হবে। এদের বেলায় কবি সব সময়েই নীরব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।