আমাদের কথা খুঁজে নিন

   

দিবাস্বপ্ন

রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।

শুকনো পাতার মড়মড়ে আওয়াজ দূরে ডেকে ওঠা কুকুর, গভীর রাতের নিরবতার মায়া সময়ের বুকে চলন্ত ছাঁয়া আর কুয়াশার ভারি পর্দায় চাঁদের পূর্ণ মলিন মুখ; এ সবের পরশ মেখে হেঁটে হেঁটে বনের সরু পথে তোমার সঙ্গ, অব্যক্ত ভাললাগা ছোট ছোট অবান্তর গল্পকথা গায়ে গায়ে হঠাৎ ধাক্কা লাগা কল্পনায় এাগিয়ে যাওয়া আনমনা। নিত্য সুখের স্বপ্নিল নৈরাজ্য কায়াতে আলোকচ্ছটা,এ হলো এলোমেলো আমার দিবাস্বপ্ন মেলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।