আমাদের কথা খুঁজে নিন

   

আড়াল



মুছে দাও রঙের ছোপ দেয়াল থেকে। অনেক আগেই তুলেছ তুমি কাঁচের দেয়াল। ছুঁইনা দুচোখ, পাইনা দুহাত, দেখি সজল। রঙ চড়িয়ে কাঁচটাজুড়ে হয়োনা আড়াল। তেপান্তরের গানটা ধরার দিনটা নেই।

আঁচল দিয়ে মুছতে শিশির আর পারোনা। বৃষ্টি লাগেনা ভেজাতে আজ চোখের পাতা। ভ্রান্তি ভরা ক্লান্তি আমার কেউ মোছেনা। কাব্যলাগা সোনার দুপুর, একাই হাঁটি। বুকের ভেতর জলের শহর, সাঁতার কাটি।

জ্যোছনামাখা পাখির ডানা খুঁজছে হাওয়া। ভীষণ শীতে উষ্ণ স্রোতে নৌকা বাওয়া। হাতের মুঠো শূণ্য এখন, শূণ্য দুচোখ। শূণ্য পথে হাঁটতে হোঁচট আর খাবোনা। মেঘের আকাশ নেব ভেবে কাব্য তোমার।

সুযোগ পেয়েও আঙুল তোমার আর ছোঁবনা। [২০০৬] [লিরিক]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।