আমাদের কথা খুঁজে নিন

   

কষ্ট আড়াল/



জানো নাকি দরজার আড়ালে কষ্ট থাকে? দরজার ওপাশে দেখ কষ্টের আড়ালে কষ্ট আছে সদ্য প্রসূত শিশুটি ছেলে না মেয়ে তাই প্রশ্ন যাচে। “হিরার আংটি বাঁকা ভাল” ছেলের বেলায় কানাকানি, মেয়ে সোতা পণের বিয়ে, কত শত মানের হানি। আমরা জানি। ভ্রুন থেকে যদি নাও মরে মরবে কভু আমরা জানি, বাবা-মায়ের হাসির আড়ে দুঃখ ধ্বণি আমরা মানি। ছেলের জন্য রাখা হলো সহজতর জীবন আঁকি, বেশি খাবার, বেশি টাকা, বেশি সময়-সুযোগ রাখি।

শেষ বয়সে ধরবে যে হাল সংসারেরই লাগাম টানি, পর হলো যে মেয়ে মোদের কষ্ট পেল-কাঁদল দুচোখ ঢাকি। কি এসে যায় কষ্ট পেলে কষ্ট যাদের স্তব্ধ বানী, কেঁদে কেঁদেই শশুড়বাড়ি যাবে মোদের অভিমানী। আমরা জানি। না জানিয়ে বিয়ে হলো তমার বরের শুনছো নাকি... রোজ আকাশের বুকে তমা দেখে শূন্যতা কি। স্বামীর পাশে অন্য নারী তমার চোখে নেইতো পানি, বেঁচে আছে এই তো বেশি হত যদি সবই ফাঁকি!! পাষান সমাজ পাষান নারী খিলখিলিয়ে হাসছে শুনি, মৌনতা যে সঙ্গী হলো স্মৃতির পাতায় কানাকানি।

আমরা জানি। দরজার ওপাশে দেখ কষ্টের আড়ালে কষ্ট আছে মা হারা মন্তানেরা সৎ মা পেয়ে কাঁদছে মিছে। বাবার আদর পড়ে মনে মা ছিল যার যখন ঘরের মনি, দিন চলে যায় মায়ের ছবি স্মৃতির পটে আনি। আমরা জানি। ধীরে ধীরে পর হয়ে যায় চেনা বাড়ি ও বিশ্বভূমি... শুকনো চোখে কান্না শুকায় পরে থাকে তার ছায়াখানি।

তানিয়া হাসান খান সময়: ১:৫৫ মি. (সন্ধ্যা) তারিখ:১৪/০৯/২০১৩ইং ৩০ই ভাদ্র’১৪২০বাং বি.দ্র : এই কবিতাটি আমাদের শ্রদ্ধেয় Shamim Parvez কে উৎসর্গ করা হলো। দোআ করবেন যেন আমৃত্যু লিখতে পারি। কখনও কোন অবস্থাতেই থেমে না যাই। আল্লাহ যেন সহায় থাকেন। আমীন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.