আমাদের কথা খুঁজে নিন

   

আড়াল, বোধ ও পরাজয়

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

[ইটালিক]উৎসর্গঃ সেই অপরিচিতাকে[/ইটালিক] সেদিনের পর থেকেই কিছু কথা পাঠাতে গেলেই একগাদা সংকোচবোধ তাড়া করে আমায় ; যদিও মাঝে একবার কী যেন লিখে পাঠিয়েছি কিন্তু সে আড়ালটা আর থাকছে না... কবিতা ভালোবাসি, তাই কবিতা প্রতিদিন গান ভালোবাসি, তাই চলে আসে প্রিয় গান; যদিও মাঝে একবার কী গান যেন শুনিয়েছি কিন্তু সে আড়ালটা আর থাকলো না... আজ সেই আড়াল নেই আজ সেই কথা নেই নেই আজ সেই প্রিয় গান কবিতাগুলিও কেমন যেন হয়ে গেছে.- মাঝে মধ্যেই ধমকে উঠে.... তাই ভাবি, কেন যে এতো বুঝি!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।