আমাদের কথা খুঁজে নিন

   

ভবনধসে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে ভবনধসে আহত ব্যক্তিদের দেখতে আজ রোববার সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যান।
প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সেখানে অবস্থানকালে চিকিত্সাধীন ৫৫ জনের শারীরিক অবস্থা ও চিকিত্সার ব্যাপারে খোঁজখবর নেন।
তিনি আহত ব্যক্তিদের জনপ্রতি ১০ হাজার টাকা, শাড়ি ও লুঙ্গি দেন। এখানে চিকিত্সাধীন চারজনের পা ও দুজনের হাত কাটা পড়েছে। চারজনের কৃত্রিম পা সংযোজনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী চিকিত্সকদের নির্দেশ দেন। এ ছাড়া বেশি ক্ষতিগ্রস্ত কয়েকজনকে চাকরি দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। চিকিত্সাধীন আহত ব্যক্তিদের যথাযথ চিকিত্সাসেবা দেওয়ার জন্য তিনি নির্দেশ দেন। প্রয়োজনে তাঁদের দেশের বাইরে পাঠানোর কথাও বলেন প্রধানমন্ত্রী।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ইকবাল আর্সলান প্রমুখ উপস্থিত ছিলেন।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।