আমাদের কথা খুঁজে নিন

   

ভবনধসে নিখোঁজ সেলিনার লাশ উদ্ধার

শনিবার সকালে বিধ্বস্ত রানা প্লাজার ভেতর থেকে সেলিনার লাশ উদ্ধার করা হয়।
পরে আনুষ্ঠানিকতা শেষে লাশ ফরিদগঞ্জের উপাদী গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।
সেলিনা ভবনটির সপ্তম তলায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
ওই ভবনে চাকরি করতেন সেলিনারা দুই বোন। রানা প্লাজা ধসের প্রথমদিন ছোটবোন আকলিমা আক্তার প্রাণে রক্ষা পান।
সেলিনার ভগ্নিপতি নান্নু মিয়াজী বলেন, সকালে সাভার অধরচন্দ্র স্কুল মাঠ থেকে লাশ গ্রহণ করেন খালা হোসনে আরা ও ছোটবোন আকলিমা আক্তার।
দুপুরে নিজ গ্রামে লাশ পৌঁছলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বিকেল তিনটায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।