আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রে ভবনধসে নিহত ৬

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে গতকাল বুধবার একটি ভবনধসের ঘটনায় ছয়জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে ১৩ জন। এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার সিএনএন ও বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
খবরে জানানো হয়, ফিলাডেলফিয়া শহরের কেন্দ্রে অবস্থিত চারতলা ভবনটিতে কোনো মানুষ ছিল না।

ফাঁকা এ ভবনটি ভেঙে ফেলার কাজ চলছিল। গতকাল ভবনটি হঠাত্ পাশের একটি দোকানের ওপর ধসে পড়ে। এটি ছিল সেনাবাহিনীর উদ্ধারকারী দলের স্বল্পমূল্যে কেনাকাটার দোকান।
ফিলাডেলফিয়ার মেয়র মাইকেল নাটারের বরাত দিয়ে সিএনএন জানায়, ভবনধসের ঘটনায় নিহত ছয়জনের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ। ভবনটি ধসে পড়ার সময় ভেতরে মোট কতজন ছিল, এ বিষয়ে তাঁরা নিশ্চিত নন।

ধ্বংসস্তূপ অপসারণ ও উদ্ধারকাজ চলছে। ভবনধসের কারণ এখনো জানা যায়নি।
নাটার জানান, আহত অবস্থায় উদ্ধার হওয়া ১৩ জনকে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারও আঘাতই গুরুতর নয় বলে খবরে জানানো হয়। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.