আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত

পরিবর্তনে বিশ্বাসী

বরাবর প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিষয় : দুইবছরের জন্য ছাত্র রাজনীতি বন্ধ রাখা প্রসঙ্গে । জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এইযে , আমি আপনার দেশের একজন নাগরিক ও বিশ্ববিদ্যালয় নামক মৃত্যু কূপে, মৃত্যুর ভয়ে আতন্কগ্রস্ত একজন ছাত্র। চার বছর গত হচ্ছে আমি জীবনটা হাতে নিয়ে পড়া-শোনা করছি । খালেদা আপা ও ফখর ভাইয়ের তিন বছরে ছাত্রদল নামের সন্ত্রাসীরা আমার মূল্যহীন জীবনটা কেড়ে নিতে না পারলেও আজ মনে হচ্ছে আপনার সোনার ছেলে (সন্ত্রাসী) ছাত্রলীগের হাত থেকে প্রাণ বাঁচানো সম্ভব হবে না।

আবু বকর তার প্রাণ দিয়ে আমাকে যারপরনাই শন্কিত করে গেছে। এমনকি আমার নির্বোধ (!) পিতা-মাতা আমাকে বাড়ী ফিরে যাওয়ার জন্য বারবার চাপ প্রয়োগ করছে। এমতাবস্থায় আমার করণীয় সম্পকে আমি সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছি। অতএব, জনাবের নিকট বিনীত নিবেদন যে, আমাদের মূল্যহীন জীবন গুলোকে বাঁচানোর জন্য বর্তমান এই নোংরা ছাত্ররাজনীতি দুই বছরের জন্য বন্ধরেখে তাদেরকে সুস্থধারার রাজনীতি চর্চায় অভ্যস্থ করে দেশের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত উদ্যোগ গ্রহন করতে মর্জি হয়। উল্যেখ্য এতে আপনার ভাবমূর্তি ও অনেক বৃদ্ধি পাবে।

বিনীত নিবেদক আপনার দেশের একজন ক্ষুদ্র নাগরিক ও বিশ্ববিদ্যালয় নামক মুত্যুকূপের একজন মৃত্যু পথযাত্রী


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.