আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে কৈ মাছ ২০ পিছ ৬,০০০ হাজার টাকা।

স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই.......

কৈ মাছের সাথে মোটামুটি ভাবে আমরা সবাই পরিচিত। কৈ মাছ খায় না এমন লোক পাওয়া যাবে খুব কম সংখ্যাক। কৈ মাছ খালে বিলে পুকুরে নদীতে পাওয়া যায়। কিন্তু এখন আর এসব জায়গায় সহজে পাওয়া যায়না। বাজারে পাওয়া যায় এখন বিভিন্ন জায়গায় চাষের কৈ মাছ।

এসব চাষের কৈ মাছে তেমন স্বাদ থাকেনা। তাই অনেকে খুজে অরজিনালি দেশি কৈ মাছ। যাতে আছে প্রচুর পরিমানে স্বাদ। এসব কৈই মাছ কিনতে হয় অনেক দাম দিয়ে। আজকে আমি বিকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক এর সামনে দিয়ে চলার সময় দেখলাম অনেকগুলো লোক এক সাথে জড়ো হয়ে কি জানি দেখতাছে।

কৌতুহলি ভেবে আমিও দেখতে গেলাম। দেখলাম যে একটা লোক কৈ মাছ বিক্রি করতাছে। কৈ মাছগুলো দেখতে অনেক বড় এবং অরজিনালি দেশি কৈ মাছ। তারপরও আমি একটা ভদ্র লোক কে জিজ্ঞাস করলাম এত লোকের ভিড় কেন? ভদ্র লোক আমাকে বলল যে কৈ মাছগুলোর দাম তোলা হইছে ৬,০০০টাকা। কৈ মাছের সংখ্যা ছিল ২০টা।

আমি তো শুনে অবাক হয়ে গেলাম। ২০টা কৈ মাছ ৬... হাজার... টাকা......। তার মানে ১ টা কৈ মাছের দাম ৩০০টাকা। মনে মনে মাছ ব্যাপারি কে বললাম, বেচারা তুই ঠিক জায়গায় বসলি। মানে ব্যাংকপাড়ায় বসলি।

যেখানে দিনে হাজার হাজার কোটি টাকা লেনদেন হয় সেখানে তোর ৬০০০টাকার লেনদেন কি? কি বুঝলেন ব্লগার ভাই বোনেরা????????????? কৈ মাছ নাকি স্বর্ণ কিনবেন????????????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.