আমাদের কথা খুঁজে নিন

   

উইকিতে দেয়ার জন্যে শহীদ মিনারের ছবি চাই.......এক্ষুনি চাই



আমি আবার টাইটেলে সব বলে দিলাম...... যাই হোক, প্রেক্ষাপট বলি তা হল: ফেব্রুয়ারীর ২১ তারিখে পুরো বিশ্ব উদযাপন করবে "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস"..... গর্বভরে উচ্চারিত হবে বাংলা ভাষার নাম..... দেশে দেশে লিখা হবে আমাদের বীর ভাষা সৈনিকদের নাম....... সোর্স হিসেবে কি দিবেন তারা ?? নিশ্চয়ই উইকিপিডিয়া একটা ভাল সোর্স হবে, তাইনা ??? কিন্তু আপনারা ল্যাংগুয়েজ মুভমেন্ট ডে নিয়ে উইকিপিডিয়ার http://en.wikipedia.org/wiki/Language_Movement_Day পেজে যান, দেখবেন শহীদ মিনারের ছবি'র যে লিংক আছে তাতে শুধুই কিছু লিখা....... কোন ছবি নেই..... এটা দুঃখজনক এবং অবশ্যই অতিদ্রুত ঠিক করতে হবে..... উইকিপিডিয়ায় ছবি দেয়ার নিয়ম আছে...... সেটা হল: ■ আপনাকে ছবিটি নিঃশর্তভাবে দান করতে হবে, মানে আপনার ক্রেডিটসহ সবই আপনার থাকবে তবে এই ছবিটি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে চলে যাবে ফলে দ্বিতীয় কেউ এই ছবিটি ব্যবহার করলে উইকি তথা আপনার নাম দিয়ে ব্যবহার করবেন তবে আপনি তার কাছে কোন টাকা দাবী করতে পারবেন না ■ ছবিটির সম্পূর্ণ স্বত্ত আপনারই থাকতে হবে, ওয়েব না অন্য কোন সোর্স থেকে কালেকশন থেকে কোন ছবি দেয়া যাবে না কারণ কালেকশনের ছবির স্বত্ত অবশ্যই মূল ছবিটির মালিকের (যা লিখলাম তার ভ্যালিডিটি নিয়ে শিওর না, তবে মোটামুটি এরকমই) যাই হোক, এগুলি বাদ দিন...... এমন কেউ অবশ্যই আছেন যার কাছে অবশ্যই আমাদের শহীদ মিনারের খুব সুন্দর একটি ছবি আছে যেটিতে কোন ব্যানার টাঙ্গানো নেই(উইকির বর্তমানটাতে আছে ) এবং লাল সূর্যটি পুরোপুরি আসছে(একদম নাক বরাবর তোলা ছবি)......এবং তিনি নিঃশর্তভাবে দান করতে চান এমনটাই বিশ্বাস করি আমি.......... আশা করি আমার ধারণা ভুল না প্লিজ থাকলে দিন না ছবিটা....... এবং এক্ষুনি দিন...... আমার ব্রাকনেট হওয়াতে আইপি শেয়ার করতে হয় জন্যে উইকি'তে আমার আইপি থেকে আপাতত অ্যাকাউন্ট খোলা অফ তাই আপনাদের অনুরোধ করছি প্লিজ প্লিজ শহীদ মিনারের একটা ছবি নিজ দায়িত্বে ওখানে দিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।