আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা উইকিতে শুরু করলাম…

চলতে এখনও করিনি শুরু, খাঁচার ভেতর কেবল উড়ুউড়ু!!

আজ আমি প্রথম বাংলা উইকিপিডিয়াতে সম্পাদনা করলাম ।শুরু করলাম যখন আশা করছি তা চালিয়ে যাব। সামুর মাধ্যমেই আমি বাংলা উইকি সম্পর্কে জানতে পারি। আমার এক সহপাঠী(সেও একজন ব্লগার ) আমাকে অনেক আগে থেকেই উইকি লেখার ব্যপারে উৎসাহ দিয়ে আসছিল কিন্তু বিভিন্ন কারনে হয়ে উঠছিল না। ব্যাপারটা যে এত সহজ তা আমি ভাবি নাই তাই হয়তো মনে একটু সংশয়ও ছিল। তার পর ব্লগার রাগিব হাসানের লেখা পড়েছি। যেহেতু সামুর মাধ্যমে উইকিতে লেখা তাই সামুতেই প্রথম জানালাম।আজ লেখার জন্য বসি নি তাই নিজে যা জানতাম তাই দিয়েই প্রথম সম্পাদনা শেষ করলাম, ভবিষ্যতে সমৃদ্ধ করার সুযোগ থাকছেই। আমার প্রথম লেখাটা আমার জেলা রংপুরকে নিয়ে--- Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।