আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা উইকিতে ও মন রমজানের ঐ…

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া!

আজ মনে হয় আমি এ গানটি ১০ বারের বেশি শুনেছি। সবশেষে রাত বারোটার সময় রুনা লায়লার কন্ঠে শুনেছি। ছোটবেলা থেকে যখনই এই গান শুনেছি, প্রবলভাবে আন্দোলিত হয়েছি। চান রাতের মার্কেটে বিভিন্ন দোকানেও এটি বাজছিল।

তখনই মনে হল, আরে এ গান রচনার ইতিহাস, গানের কলি এসব কী আমাদের উইকিপিডিয়াতে আছে? বাসায় ফিরে খেয়ে দেয়ে উইকিতে সার্চ দিয়ে আবিস্কার করলাম এ গান সেখানে নেই। আজকে সন্ধ্যার পর এতোবার শুনেছি যে, প্রায় আমার মুখস্ত হয়ে গেছে। কাজে কথাগুলো লিখলাম। কয়েকটা ব্লগে কথা পাওয়া গেল বটে তবে সেগুলোর মধ্যে ফারাক আছে। বুঝলাম অনেক কাঠখড় পোড়াতে হবে।

তবে, সে সঙ্গে এটাও ভাবলাম ্যা যা জেনেছি, সেগুলোই আগে যোগ করে দেই। পরে সবাই মিলে এই এন্ট্রিটাকে আমরা ঠিক করে ফেলতে পারবো। সেই আশা নিয়ে নিবন্ধটির কাজ আমি শুরু করে দিলাম। সবাইকে ঈদ মোবারক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।