আমাদের কথা খুঁজে নিন

   

"কিছু জীবাণু ত্বকের সুস্থতা আনে!"



সম্প্রতি মার্কিন বিজ্ঞানীরা জানিয়েছেন, ত্বকে বাস করা সব জীবাণুই আসলে ক্ষতিকর নয়, ত্বকের ওপর বাস করা Staphylococci জাতীয় ব্যাকটেরিয়া আঘাতজনিত প্রদাহে সংক্রমণ প্রতিরোধ করে দেহের স্বাভাবিক সুস্থতা নিশ্চিত করতে পারে। খবর বিবিসি অনলাইনের। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই গবেষণার ফল নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণার ফলাফলে জানানো হয়েছে, সম্ভাব্য একটি স্বাস্থ্যভিত্তিক তত্ত্বের কথা যা ‘হাইজিন হাইপোথিসিস’ নামে পরিচিত। এই তত্ত্বের মূল কথা হলো শিশু অবস্থায় উপকারি এসব জীবাণুর পরিমাণ কম থাকলে সংক্রমণ ব্যবস্থার ওপর এর প্রভাব পড়তে পারে।

জানা গেছে, ১৯৮০ সালের পরের দিকে বিজ্ঞানীরা এই ধারণা আমলে নেন। তারা সেসময় জানিয়েছিলেন যে, বড় পরিবারের সদস্যদের মধ্যে অ্যালার্জি ও প্রদাহজনিত সংক্রমনের হার কম কিন্তু শিল্পাঞ্চলে বাস করা মানুষের মধ্যে আবার এই হার বেশি। ইউনিভার্সিটি অব সান ডিয়াগো ফেলো উ পিং লাই ইঁদুরের ও মানুষের শরীরের কোষে এই জাতীয় ব্যাকটেরিয়ার পরীক্ষা চালিয়ে সন্তোষজনক ফলাফল পেয়েছেন বলেই সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে। বিবিসি জানিয়েছে, এই ফলাফলে উ পিং দেখেছেন, ‘হাইজিন হাইপোথিসিস’ এর মৌল ভিত্তি আছে, কারণ আঘাত নিরাময়ের জন্য এই জাতীয় ব্যাকটেরিয়া এক ধরণের রাসায়নিক উপাদান তৈরি করতে পারে। লাই আরো জানিয়েছেন, এই জাতীয় ব্যাকটেরিয়া লিপোটেইকোয়িক ধরণের এসিড উৎপন্ন করে যা সংক্রমণ বাড়তে দেয়না।

এই আবিষ্কারের ফলে ত্বকের সংক্রমণ ও প্রদাহজনিত রোগের নতুন খেরাপি তৈরির পথ খুলে গেলো বলেই বিজ্ঞানীরা মনে করছেন। সূত্র: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.