আমাদের কথা খুঁজে নিন

   

একজন মহান "মানবাধিকার ও সংবাদকর্মী" অন্যজন "কিছুই নেই বলার"

Every emotion have a feelings. But every feelings have no emotion.

তিনি মহান একজন মানবাধিকার ও সংবাদকর্মী! যিনি কিনা মত প্রকাশে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। সম্ভবত somewhereinblog মডারেটরবৃন্দকেও না! দুরন্ত তার সাহস। অফুরান্ত তার প্রতিভা। বহু গুণে তিনি গুণান্নিত। তিনি আর কেউ নন।

তিনি আমাদেরই এক ব্লগার ভাই সায়েমুজজ্জামান। যিনি সব ব্লগারকেই পাগল মনে করেন এবং একবার যার পেছনে লাগেন সহজে তার পেছন ছাড়েন না। তার অসাধারন একটা পোষ্ট (অবশ্যই পেছনে লাগা)। অন্যজন "কিছুই নেই বলার" খ্যাত মেহরিন সাদিয়া সুমি এই দুই ব্লগারের পরষ্পরবিরোধিতায় অনেকেই বিরক্ত। আমাদের আরেক ব্লগার ভাই "ফয়েজ ০৮" তো এই মহান মানবাধিকার ও সংবাদকর্মী সায়েমুজজ্জামান এবং "মেহরিন সাদিয়া সুমি" কে নিয়ে একটি পোষ্ট দিয়েছিলেন।

সেজন্য ব্লগার ভাই "ফয়েজ ০৮" কে ধন্যবাদ। তার সাথে সহমত জানিয়ে আমার এই পোষ্ট। এই রকম পরষ্পরবিরোধিতা সত্যিকার অর্থেই ব্লগের সুস্থ পরিবেশে বিঘ্ন ঘটায়। এ ধরনের আচরন সত্যিই দুঃখজনক। সায়েমুজজ্জামান এর মন্তব্য সমূহঃ ১. পোষ্টের ১৪ নং মন্তব্য ২. পোষ্টের ৯ নং মন্তব্য ৩. পোষ্টের ২,৩ ও ৯ নং মন্তব্য ৪. পোষ্টের ৩ নং মন্তব্য মেহরিন সাদিয়া সুমি এবং সায়েমুজজ্জামান এর পরষ্পরবিরোধিতার বিবরন জানতে এই পোষ্টটই যথেষ্ট সবশেষে মেহরিন সাদিয়া সুমি এবং সায়েমুজজ্জামান কে বলতে চাই, প্লিজ,এখানেই থামুন আপনারা।

অশ্লীল গালি গালাজ বন্ধ করুন। আমরা ব্লগের সুস্থ ও সুন্দর পরিবেশ এবং ব্লগার ব্লগারে সম্প্রীতির মনোভাব আশা করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.