আমাদের কথা খুঁজে নিন

   

একটা ছোট্ট পরিসংখ্যান

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ঠ মুক্তি সেখানে অসম্ভব

এই পরিসংখ্যান টা আগেও নিতেও চেষ্টা করেছিলাম কিন্তু ধৈর্যে কুলায় নি। গতকালকে রাত ৮ টায় এনটিভি চালু করে দুই হাতে দুইটা মোবাইল নিয়ে বসে পড়ি। ৮ টায় নাটক আরম্ভ হবার কথা। নাটক দেখা মূল উদ্দেশ্য ছিল না , উদ্দেশ্য ছিল একটা পরিসংখ্যান নেয়া। নাটক আরম্ভ হল ৮:১৭:২৩ এ ।

নাটক আরম্ভ হবার সাথে সাথেই একটা মোবাইলের ষ্টপওয়াচ অন করে দিলাম। নাটক চলল : ৯ : ৩৬ : ৮৫৩ ( মিনিট : সেকেন্ড : মিলিসেকেন্ড ) বিজ্ঞাপণ বিরতি দেবার সাথে সাথে একটা ষ্টপওয়াচ বন্ধ করে আরেকটি অন করলাম। তারপর পুরো নাটকের পরিসংখ্যান নিন্মরূপ : বিজ্ঞাপণ বিরতি : ১০ : ৫২ : ১০২ নাটকের পরবর্তী অংশ: ০৮: ০৯ : ৫৫৩ বিজ্ঞাপণ বিরতি : ১০: ৩১ : ৯৯৪ নাটকের পরবর্তী অংশ: ০৬ : ১৭ : ৯০৯ এবং নাটক শেষ। একে কি নাটকের ফাকে ফাকে বিজ্ঞাপন বলব নাকি বিজ্ঞাপনের ফাকে ফাকে নাটক বলব ? ঈদের সময় তো আরো বেহাল দশা। অনেক সময় তো বিজ্ঞাপন দেখতে দেখতে কি অনুষ্ঠান দেখতে ছিলাম সেটাই ভুলে যেতাম এটা শুধু এনটিভির চিত্র না বাংলাদেশের সকল বেসরকারী টিভি চ্যানেল।

টিভি চ্যানেল যত বাড়ছে ততই বাড়ছে বিজ্ঞাপনের পরিমান। আরো ১০ টি টিভি চ্যনেল আসছে বাংলাদেশে। তারপরও গতকাল তথ্যমন্ত্রী বলল আরো নাকি টিভি চ্যানেল দরকার বাংলাদেশে !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.