আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসায় বাজি হয়?

চাঁদের দিকে হাত বাড়ালে তার আলো কিছুটা লেগে যায় চিত্তে

ভালবাসার পরীক্ষায় বাজি ধরে- আকাশ থেকে সেই তারাটি যদি আনি? তোমার জন্য, তোমার প্রেমের জন্য, যে তারাটিকে পাথর করে তুমি পরবে বাহাতের আংটিতে । যদি সাঁতরে এনে দেই আন্দামানের একমুঠো মাটি? যে মাটিতে গড়বে তুমি দারুচিনির উম্মুক্ত উদ্যান বিকালের স্নিগ্ধতায় যখন ছায়া কুড়াবে খেয়ালী মনে, ঝড়া পাতার কষ্টগুলো উড়ে যাবে দখিনা হাওয়ায়। যদি ডুব দিয়ে আনি আটলান্টার তল থেকে নুড়িপাথর? যে পাথরে লুকিয়ে রাখবে তোমার সমস্ত অভিমান অবজ্ঞা ও অপবাদের অববদ্য প্রতিজ্ঞা বঞ্চনার স্তুপ জমে গড়তে থাকবে পাহাড়, পর্বত। আকাশ থেকে আনি যদি একটু খানি নীল? অভিমানের ঝরে ভেসে গেলে কাছের মৌনতা নিঃশ্বাসের শব্দে মালাগেঁথে সাজাবে বিষাদের ছায়াপথ কষ্টের বাজপাখিটা তখন ফেলে যাবে নীলাভ জলছাপ। চাঁদ থেকে কিছুটা আলো এনে দিলে? যার স্নিগ্ধ অনুরনন দেবে তোমাকে স্বস্তির রোদ্দুর. জ্যোৎস্নার আহ্লাদে ভরাবে স্বপ্ন বিলাসী হৃদয়, আর নিঃশব্দের স্রোতে ভাসবে আলোর প্লাবন। ভালবাসার পরীক্ষা বাজিতে হয়? পাহাড় থেকে লাফিয়ে পড়ে- কলসিভরা স্প্রিট খেয়ে, র্দোদন্ড ঠান্ডা নিশিতে সুদুরের পথে ছুটে জিতে গেলে ভালবাসা পন্য হয়ে যায়। ভালবাসা, সে তো মসলিনের সুতোর বুনন ইমারতের ইটের গাথুনীর মতো ক্রমে জিতে যায় প্রেমময় আস্থার উপমার কাছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।