আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম এবং ভালবাসায়

মুক্ত মনের মানুষের জন্য

প্রেম এবং ভালবাসার ক্ষেত্রে অনেক কিছুই ছাড় দিতে হয়। আবার অনেক কিছুকেই আকড়ে ধরতে হয়। কিন্তু এক্ষেত্রে এমন কিছু বিষয় আছে যা ছাড়লেও সমস্যা আবার না ছাড়লেও সমস্যা। আসুন সে ধরনের কিছু বিষয় দেখি: 1. যদি আপনার প্রেমিকাকে আপনি চুমো খান তবে তার মতে আপনি ভদ্রলোক নন। কিন্তু তাকে যদি চুমু না খান তবে তার মতে আপনি মানুষই নন।

2. যদি আপনি প্রেমিকার প্রশংসা করেন তবে তার মতে আপনি মিথ্যুক। কিন্তু যদি তার প্রশংসা না করেন তবে তার মতে আপনি একেবারে আনরোমান্টিক। 3. যদি আপনি আপনার প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে এক মিনিট দেরী করেন তাহলে আপনি তার মতে আপনি একটা সময় জ্ঞানহীন মানুষ। কিন্তু সে নিজে দেরী করলে সেটাকে সে দেরী মনেই করবেনা। 4. যদি আপনার প্রেমিকার সাথে আপনি নিয়মিত দেখা করেন কিংবা করতে চান তবে তার মতে আপনি একটা বিরক্তকর লোক।

কিন্তু যদি আপনি তা না করেন তবে তার মতে আপনি তাকে ভালবাসেন না। 5. যদি আপনি সবসময় পরিপাটি থাকেন তবে আপনার প্রেমিকার মতে আপনি নতুন প্রেমের ধান্দায় ঘুরছেন। কিন্তু যদি তা আপনি না করেন তবে তার মতে আপনি অগোছালো একটা মানুষ। 6. যদি আপনি আপনার প্রেমিকাকে নিয়ে ঈষর্াবোধ করেন তবে তার মতে এটা আপনার বদভ্যাস। কিন্তু আপনি যদি তা না করেন তবে তার মতে আপনি তাকে ঠিকমত ভালবাসেন না।

7. যদি আপনার প্রেমিকাকে আপনি আদর করতে যান তবে তার মতে আপনি তাকে সম্মান করেন না। কিন্তু যদি আপনি তা না করেন তবে তার মতে আপনি তাকে পছন্দ করেন না কিংবা আগের মত পছন্দ করছেন না। 8. আপনি অন্য মেয়ের সাথে বন্ধুত্ব রাখলে আপনার প্রেমিকার মতে আপনি তাকে ঠকাচ্ছেন। কিন্তু সে যদি সেটা করে তবে তার মতে সেটাই স্বাভাবিক। 9. যদি আপনি আপনার প্রেমিকার সাথে কথা বলতে থাকেন তবে সে আপনাকে থামিয়ে দিয়ে নিজে বলতে শুরু করবে।

কিন্তু যদি আপনি চুপ থাকেন তবে সে আপনার মুখের কথা শুনতে চাইবে এবং আপনি গোমড়ামুখো লোক এ অভিযোগ তুলবে। 10. আপনি যদি আপনার প্রেমিকাকে আরো ভালবাসতে চান তবে সেটাকে আপনার দহৃর্বলতা ভেবে দুরে সরতে থাকবে। কিন্তু যদি আপনি তাকে এড়িয়ে যেতে চান তবে সে আপনার পিছনে আঠার মত লেগে থাকতে চাইবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.