আমাদের কথা খুঁজে নিন

   

আমরা একটা জাতি চাই, সভ্য জাতি।

যা কিছু করবো সত্য, যা থাকবে যুক্তিও তর্কের উর্ধে।

আমরা একটা জাতি চাই সভ্য জাতি। আমরা একটা সভ্য জাতি চাই, চাই একটি সুন্দর সমাজ ব্যবস্থা। যেখানে থাকবে সবার সমান অধিকার। বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে চাই শিক্ষার আলো।

এমনি ভাবে নবোদয়ে ঘটে যাক এমন সব সত্য যা এই জাতি কোনদিন কল্পনা করেনি। আমরা প্রদীপের (মোম) মতো জ্বলে পুরে ছাই হতে চাইনা। আমাদের এই সুন্দর শিশুর মতো পবিত্র মনকে করতে চাইনা কলুষিত। আমরা লড়তে চাই। আমরা বেঁচে থাকার জন্য সংগ্রাম করবো।

আমরা বাঁচার জন্য যুদ্ধ করবো। কোন অন্যায় কে আপোশ করবোনা শক্তহাতে দমন করবো এই সমাজের প্রতিটি পাপাচার। আমরা নিজেকে নিয়ে ভাববোনা আমরা সবার কথা চিন্তা করবো। এখনো কেউকি জন্মগ্রহণ করেনি এমন একজন মানুষ যে ধরবে এই বাংলার হাল? যে বুঝবে গরীব এবং দু:খী মেহনতি মানুয়ের বুকফাটা আর্তনাদ। তবে আর কত? আর কতদিনে শেষ হবে এই মাটির বুকে বুকফাটা কান্নার আওয়াজ? তবে জন্ম যদি নিয়ে থাকো জেগে ওঠো? জাগো? এভাবে আর সময় কে অবজ্ঞা না করে।

এই সব মানুষের কোন চাওয়া পাওয়া নাই। শুধু একটি চাওয়াই থাকবে তা হ’লো জাগো। নিজের আলোকে প্রতিহত না করে লোক চক্ষুর আড়াল থেকে বেড়িয়ে পড়। তোমার জন্য অপেক্ষায় আছে এ জাতি। যে জাতি সু-দীর্ঘ কাল ধরে অপেক্ষায় আছে তোমার জন্য।

যে কিনা পাশে আসবে আমাদের কাজ করবে বাংলা প্রতিটি মানুয়ের জন্য। একই চিত্তে স্বার্থহীন ভাবে। ২৩-০১-২০১০ বেদনার গাংচিল রয় এঁকা সাগরে। লুটিয়ে দে-রে দুষ্টগলির অন্ধকার লুটিয়ে দে-ঐ আঁধার ঘরের বন্ধষর উচ্ছাসে তোর বুকের দম্ভ বাহিরে ছোরে অন্ধকারের কাল গুলোকে ধ্বংস্য করে। আয় তবু তুই অসময়ে ধরতে বালা লুটিয়ে নেয়া বন্ধ ঘরের ভাঙ্গতে তালা আয়রে ছুটে তুমুল বেগে স্তব্ধ করে অহংকারীর দালান কোটা ধ্বংস্য করে।

আমরা তো আর অপেক্ষাতে থাকতে না-রে আলোর মশাল দেখতে আজি মনটা কারে। জাগা হে তোর আলোর মশাল উর্ধ মুখে ভয় পেয়ে যাক পাপী তাপি দম্ভ-তাপে। ২৩-০১-২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.