আমাদের কথা খুঁজে নিন

   

এলোমেলো ০৩: চোখ ও অপ্রাসঙ্গিক অন্যান্য......

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

এলোমেলো ০২ ৩০০০. তিনি মারা গেছেন। ঔরসজাতক,সহধর্মিনী,গুণগ্রাহী আর গোপন লীলানিকেতনের আয়ে কৃত হজ্ব তাঁর মৃত্যুকালীন সময়ের খতিয়ান। জানাযায় মসজিদের পেশ ইমাম পেছনে গণ্যমান্য,কমিশনার,সচিব ও অন্যান্য...... অন্যদৃশ্যে লীলানিকেতনের নতুন মেয়ের লাশের চোখ পরম আগ্রহে গিলছে গলাছিলা শকুন। ৩০০১. গামছায় চোখ বেঁধে কানামাছি হাত পৌঁছে গেলে উষ্ণতার গভীরে বালিকা অপ্রস্তুত ফেরে ঘরে। বালকের চোখে এখন মেঘপিয়াসী সুখ।

৩০০২. কবির রোজ ঘুম ভাঙে অন্ধকারের ঠোঁটে কবিতার ভেতরে জমে উঠে পলিমাটির ঘ্রাণ! কচুপাতা রঙ শাড়ীর ভাঁজে রিনিকঝিনিক কবি এখন বেওয়ারিশ উত্তরাধিকারে। ৩০০৩. বইয়ের ভাঁজে চাঁন-তারা পিস্তল বগলে জিহাদ আর রসময়গুপ্ত.... লুসিফার হুকুম দিলেই বেজে উঠবে চাঁন-তারার গান; গুপ্ত হয়ে যাবে আত্মঘাতী; অচল হয়ে যাবে সকল সবুজ। ৩০০৪. গোধূলীবেলায় তোমার ঠোঁটে জমে রঙ চিহ্ন হয়ে উঠে আমাদের জৈবিক চুম্বন পারস্পরিক অপরাধী হয়ে ঘরে ফেরা.... আমায় তুমি ক্ষমা করো। ৩০০৫. কর্পোরেট আলোয় ঝিকিয়ে উঠে আধুনিক ললনা তলপেটে চোখ রেখে আমরা থুথু ফেলি প্রকাশ্যে জামার আস্তিনে জমে ঘাম আর লোলুপতা; কল্পনায় ভোগ করতে করতে এগিয়ে যায় আমাদের সমাজ রক্ষা মিছিল। ৩০০৬. নারীদেহ একটি উৎকৃষ্ট কবিতা যদি পুরুষ তাকে ভালোবাসতে পারে।

৩০০৭. নখের আঁচড় এখনো স্থির বাম বুকে ডানে লালচে ঠোঁটের কালচে দাগ শুধু আমার ঘরে কোন অন্ধকার নেই। ৩০০৮. সিলিংফ্যানে ঝুলছে সে অনেকগুলো কারণে... তার অন্যতমদ্বয় টেবিলের তলায় জমে গেছে মাকড়সার জাল;আর.. সিলিংফ্যান টি অনেক নিচু তে নেমেছিলো। ৩০০৯. মেয়েটি আমায় মুগ্ধ করেছে অবশেষে তার নরম দু'হাত ইস্পাত হয়েছে পুরুষতন্ত্রের গালে। ৩০১০. সমুদ্রবৈঠকে মাথানিচু সব অতিথিপাখির.. সবাই সম্মত এ জলে আর আসা যাবে না এখানে বুলেট গর্জায় সাইবেরিয়ান বুকে এখানে মাথা পড়ে আফিমের তলোয়ারে এখানে লাল-সবুজে জমে শকুনের কু-নজর আর.... বস্ত্র হারায় আছিয়া খালার ছোট মেয়ে রা। ৩০১১. আমায় তুমি ঘৃণা দাও বন্ধু নিজেকে ঘৃণা করতে চাই।

========================================= ছবি কৃতজ্ঞতা: প্রিয় মেঘ আপু(মেঘ বলেছে যাবো যাবো)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।