আমাদের কথা খুঁজে নিন

   

এলজি আনছে‘জি প্যাড’

শিগগিরই ৮.৩ ইঞ্চি মাপের ট্যাবলেট কম্পিউটার ‘জি প্যাড’ বাজারে আনতে পারে এলজি। মুভপ্লেয়ার নামে দক্ষিণ কোরিয়ার একটি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এলজির নতুন স্মার্টফোন ‘জি২’-এর পাশাপাশি ‘জি প্যাড’ নামে একটি ট্যাবলেট তৈরি করছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। এ ছাড়াও প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সাইটে ফাঁস হয়েছে এলজির ট্যাবলেটের তথ্য।
এনডিটিভিতে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, জি প্যাড নকশার দিক থেকে জি২ স্মার্টফোনের মতোই হবে। উন্নত রেজুলেশনের ডিসপ্লেনির্ভর এলজির ট্যাবটি পাওয়া যাবে ওয়াই-ফাই ও ফোরজি সংস্করণে।
এর আগে ৭ আগস্ট ‘জি২’ নামের পেছনে হোম বাটনযুক্ত অভিনব নকশার একটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে এলজি। জি২ স্মার্টফোনটিকে রয়েছে পাঁচ দশমিক দুই ইঞ্চি মাপের এইচডি পর্দা এবং কোয়ালকমের সর্বোচ্চ দুই দশমিক ২৬ গিগাহার্টজের কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর। স্মার্টফোনটির সামনে দুই দশমিক এক মেগাপিক্সেল এবং পেছনে অপটিক্যাল স্ট্যাবিলাইজার সুবিধাযুক্ত ১৩ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.