আমাদের কথা খুঁজে নিন

   

এলজি আনছে জিপ্যাড

প্রথমবারের মতো ট্যাবলেট কম্পিউটার বাজারে আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি। উচ্চ রেজুলেশনের ডিসপ্লেযুক্ত ৮.৩ ইঞ্চি মাপের ‘জিপ্যাড’ নামের ট্যাবলেট কম্পিউটারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্সের।
এলজির জিপ্যাড হবে ওয়াই-ফাই সংস্করণের। ৫১০ মার্কিন ডলার দামের এ ট্যাবলেটটি চলতি বছরের শেষ নাগাদ বিশ্বের ৩০টিরও বেশি দেশে বিক্রির পরিকল্পনা করেছে বর্তমানে স্মার্টফোনের বাজারে তৃতীয় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানটি।

বর্তমানে স্মার্টফোনের বাজারে প্রথম স্থানে রয়েছে স্যামসাং ও তারপরের স্থানটি অ্যাপলের।
বাজার বিশ্লেষকেরা বলছেন, অ্যান্ড্রয়েডনির্ভর ট্যাবলেট দ্রুত জনপ্রিয় হচ্ছে। ‘জিপ্যাড’ ট্যাবলেট বাজারে এনে ট্যাবলেটের বাজারে নিজেদের স্থান করে নিতে চাইছে এলজি।
জিপ্যাডের প্রতি ইঞ্চিতে ঘনত্ব হবে ২৭৩ পিক্সেল, যা অ্যাপলের আইপ্যাড মিনির চেয়ে বেশি। আইপ্যাড মিনিতে পিক্সেল ঘনত্ব ১৬৩।


জিপ্যাডের সঙ্গে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সিনক্রোনাইজ করার বিশেষ একটি ফিচার যুক্ত করার কথাও জানিয়েছে এলজি।

 

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.