আমাদের কথা খুঁজে নিন

   

আমাদরে জাতীয় দৈনিক গুলোর বস্তুনিষ্ঠতা এবং কিছু কথা

একজন সাধারণ মানুষ যে সব সময় সাধারনই থাকতে চায়

গত কয়েকদিন যাবত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সংবর্ধনায় ঘটে যাওয়া একটি ছবির ক্যপশন নিয়ে, আমাদের জাতীয় দৈনিক গুলো থেকে শুরু করে বিভিন্ন ব্লগে তুমুল আলোচনা সমালোচনা চলছে। আমি এর সত্য মিথ্যা উদঘাটনের দিকে যাব না। আমার কথা এই যে কোন একটি ঘটনাকে নিয়ে করে আমাদের জাতীয় দৈনিক গুলোর বিভিন্ন মুখি মতবাদের পরিচয় এটা কতটা বস্তুনিষ্ট সাংবাদিকতার পরিচয়। ধরে নিলাম আমদের জাতীয় দৈনিকগুলোর অধিকাংশই কোন না কোন রাজনৈতিক দলের মুখপাত্র কিংবা এর গোড়ার মানুষগুলো একটি রাজনৈকিত মতাদর্শী হওয়ায় এখানে যারা সাংবাদিকতা করে তাদের নিরপেক্ষ হওয়াটা কষ্টকর। কিন্তু যে সব ঘটনাতে সামান্য রাজনৈতিক ছোওয়াও থাকে না ভালো করে লক্ষ্য করে দেখুন সে সব ঘটনাতেও আপনি আমাদের সবগুলো দৈনিকের সংবাদ পরিবেশনের চিত্র একি রকম পাবেন না।

এটা শুধু প্রিন্ট মিডিয়া না ইলেকট্রিক মিডিয়ার ক্ষেত্রেও একি রকম অবস্থা। সংবাদ পত্রকে যদি জাতীয় আয়না বলা হয় তবে তারা কি সেই আয়নায় নিজেদের মুখ দেখেনা। আবার এই ঘটনা গুলো পড়েই প্রচন্ড ভালোবাসা থেকে হোক কিংবা ঘৃনা থেকে হোক আমরা এই ঘটনার চরিত্রগুলো কে গালি গালাজ করি ফেলি। আমারতো মনে হয় এদের গালিগালাজ করার আগে তাদের গালিগালাজ করা উচিত যারা এই ঘটনাগুলি বিভ্রান্তমূলক করে মানুষের মনে বিভ্রান্তি ছড়িয়ে দেয়। জানি এসব লিখে কোন লাভ নেই।

তবুও লিখি কারন অন্যে দেশের মানুষের কাছে যখন এ সব নিয়ে হাসির পাত্র হই তখন খুব খারাপ লাগে। সব চেয়ে বেশি খারাপ লাগে এই ভেবে আমাদের পরের প্রজন্ম গুলো কোন স্থিতিশীল মানষিকতায় নয় একটি দ্বিধাদন্ডময় মানষিকতা নিয়ে বড় হচ্ছে। পরিশেষে একটি ঘটনা। সেদিন লিফটের জন্য একটি বিল্ডিং এর নিচে দাড়িয়ে আছে। এই বিল্ডিং এর দুটো লিফটের একটি নষ্ট থাকায় বিশাল লাইন।

লিফট নিচের আসে সাথে সাথে এক ভদ্র লোককে দেখা গেলো লাইন ছাড়াই সবার আগে গিয়ে লিফতে উঠতে চাচ্ছেন। লিফট ম্যান বাধা দেওয়াতে উনি নিজের একটি জাতীয় দৈনিকের সাংবাদিক পরিচয় দিয়ে লিফটম্যানের সাথে এবং প্রথমদিকে দাড়িয়ে থাকা লোকজনের সাথে এমন একটি ভাব এবং আচরন করলে যাতে আমার মনে হলো সাংবাদিকরা সব কিছুর উর্দ্ধে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.