আমাদের কথা খুঁজে নিন

   

ঘটনাবহুল ১০০ দনি : আমাদরে প্রাপ্তি

যে ছেলেটির মুখে আজ হাসির ছোঁয়া নাই, সে ছেলেটির মুখে মোরা একটু হাসি চাই।

১ হাজারী,শামীম ওসমান ও হাছানাত আব্দুল্লাহদের মত ভয়ংকর সন্ত্রাসীদের দেশে প্রত্যাগমন। ২ দেশ চলবে আওয়ামীলীগের কথায় প্রশাসনের কথায় নয়। শা ওসমান. ৩ উপজেলা নির্বাচনে আওয়ামী মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলা। ৪ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র লীগের সন্ত্রাসীদের তান্ডব অব্যাহত।

এবং দেশের বেশীরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান অচল। ৬ সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতা অব্যাহত। ৭ পানি সম্পদ মন্ত্রীর ভারত প্রীতির নির্লজ্জ উক্তি। ৮ কুরআন তেলাওয়াত বাদ দেয়ার মত মন্ত্রীর দম্ভোক্তি। ৯ স্বামী বিএনপি কে ভোট দেয়ার অপরাধে স্ত্রীকে গনধর্ষনে মেতে উঠার মত জাহেলিপনা।

১০ মন্ত্রীদের পিএ হিসেবে দলীয় নেতাদের নিয়োগ দেয়া। ১১ বায়তুল মোকারমে বিতর্কিত এক ব্যক্তিকে ইমাম নিয়োগ । ১২ ধর্মনিরপেক্ষ কিন্তু ধর্মই এদের জনগনকে ধোঁকা দেয়ার হাতিয়ার। ১৩ বিরোধীদলকে ডেপুটি স্পীকার দেয়ার মিথ্যা প্রতিশ্র“তি। ১৪ রাজধানীতে খুন,ছিনতাই আশংকাজনক হারে বৃদ্ধি।

১৫ ড. খুদরাত ই খুদা শিক্ষা কমিশন চালু করার নামে ধর্মীয় শিক্ষা তুলে দেয়ার ষড়যন্ত্র অথচ তারাই বলেছিল ইসলাম বিরোধী কোন আইন করবেনা। ১৬ টাস্কফোর্স গঠন করার নামে বাংলাদেশের স্বাধীনতাকে হুমকির মুখে ঠেলে দেয়ার ষড়যন্ত্র এবং যেনতেনভাবে ভারতীয় সেনাবাহিনীকে দেশের আভ্যন্তরীন বিষয়ে নাক গলানোর সুযোগ তৈরী করে দেয়ার এক হীন চক্রান্ত। ১৭ জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন শতভাগ সন্তুষ্ট নয়। ১৮ হাজার হাজার শ্রমিক বিভিন্ন দেশ থেকে ফেরৎ কেউবা জীবন হারিয়ে আবার কেউবা সর্বস্ব হারিয়ে। ১৯ ২৫ শে ফেব্র“য়ারী বিডিআর হত্যা কান্ড ২০ গামের্›টস শিল্পে ধ্বস ২১ প্রতি ঘরে একজন করে চাকরী দেয়ার মিথ্যা প্রতিশ্র“তি।

২২ দেশকে জঙ্গীবাদী হিসেবে বিশ্ববাসীর কাছে প্রমান করানোর নানাবিধ ষড়যন্ত্র। ২৩ দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের দলীয় ভি.সি নিয়োগ। ২৪ প্রসাশনে দলীয় লোকদের নিয়োগ দিতে গিয়ে প্রসাশনকে স্থবিরতার চূড়ান্ত পর্যায়ে নামিয়ে দেয়া। ২৫ আওয়ামী পন্থী ছাড়া বাকি সকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের ওএসডি বা বাধ্যতামুলক অবসর প্রদান। ২৬ বরোধী দলীয় নেত্রীর বাড়ি দখলের মত প্রতিহিংসামুলক ও নীচু মানসিকতা সম্পন্ন কাজের বাস্তবায়ন।

২৭ বিরোধী দলকে দমিয়ে রাখার জন্য মাঠ ও কেন্দ্রিয় পর্যায় পর্যন্ত লিস্ট করা,এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলার বাস্তবায়ন। ২৮ পানি,গ্যাস আর বিদ্যুতের সংকটে অর্থনীতি সহ সব ক্ষেত্রে মানবিক বিপর্যয়। ২৯ আশংকাজনক হারে খুন,দর্শন, সন্ত্রাস,চাঁদাবাজি যার অধিকাংশের সাথেই ছাত্রলীগের সন্ত্রাসীরা জড়িত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।