আমাদের কথা খুঁজে নিন

   

আমাদরে অডওি বাজারঃ ফলোআপ

আদর্শটাকে আপাতত তালাবদ্ধ করে রেখেছি...

দেখেন আমাদের অডিও ব্যবসায়ীরা কি সুরে কথা বলেন, অডিওবাজারে শিল্পীদের পারিশ্রমিক দাবী প্রসঙ্গে জি সিরিজের মালিক নাজমুল হক ভুইয়া খালিদ বলেন, ''আমি এই জুয়ার পুরোপুরি বিরোধিতা করি। এর অর্থ হল শিল্পীরা আমাদের মার্কটিং শক্তিকে পুরোপুরি বুড়ো আঙুল দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন। তবে এর জন্য আমাদের কিছু কোম্পানীও দায়ী। আমি সাধারন উদাহরন দিয়ে বলি, আমার ব্যানার থেকে একটি চলচিত্রের গানের কপিরাইট ৫০ হাজার টাকায় চুড়ান্ত হয়েছে। এই খবরটি পাওয়ার পরই আরেকটি কোম্পানী আড়াইলাখ টাকা দিয়ে সে এ্যালবামের কপিরাইট কিনেছে।

আমার কষ্ট এ্যালবামটি হাতছাড়া হওয়ার জন্য না। ওই কোম্পানী যদি ৬০ হাজার টাকায় ও এ্যালবামটি কিনত তবে দুঃখ ছিল না। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এ টাকা লগ্নি করে একটি এ্যলবামের লাভ ঘরে আনা অসম্ভব। তবে কেন এই ধ্বংসের জুয়া খেলা। কোম্পানী ডমিনেট করবে শিল্পীদের।

কিন্তু এখন হয়ে গেছে উল্টো। শিল্পীতক নেয়ার জন্য প্রকাশকরা পারলে নিজের কোম্পানীটাই লিখে দেয়। '' এই জি-সিরিজই আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলোর এ্যালবাম বের করে করে অনেক নাম করেছে। তাতে ব্যান্ডগুলো কি পেয়েছে তা অবশ্য জানা যায় না। নিউজ লিংক


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.