আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিকদের স্বীকারোক্তি (পর্ব ০১)

আমি মুসলমান, যারা নিজেদের নাস্তিক পরিচয় দিচ্ছেন আপনারা কেন মিত্যুর হাত থেকে বাচতে পারছেন না আপনারা তো সৃষ্টি কর্তাকে অস্বীকার করেন কিন্তু তিনি তো বলেছেন তার নিকট তোমাদের ফিরে যেতে হবে এখানে আপনারা কি জবাব দিবেন এখানে কিন্তু সৃষ্টিকর্তার কাছে পরাজিত আপনারা ।আপনি যদি ইসলামকে না মানেন সেটা আপনার ব্যাপার কিন্তু ইসলাম নিয়ে এত কুরুচি সম্পূর্ণ বক্তব্য দেয়ার অধিকার কে আপনাকে দিয়েছে এবং অনেক যায়গায় দেখলাম নাস্তিকদের সম্পর্কে কিছু বলবেন না এই লেখাটা কেন এতে কি নাস্তিকদের স্মমান হানি হয় ইসলামের অবমাননা বুঝি খুব ভালো কাজ এতে ইসলামের মানসম্মান নষ্ট হইনা মুসলমানদের অন্তরে আঘাত লাগে না আপনার টা খুব বোঝেন তাইনা, এখানে আমার বোধগম্য নয় । সৃষ্টি কর্তা আরও বলেছেনঅমুসলিমদের উদ্দেশ্য করে আরও বলেছেন( পারলে তোমরা আমার পৃথিবী থেকে বেরিয়ে যাও যেখানে আমার সৃষ্টির বাইরে এবং তোমরা আমার সৃষ্টির বাইরে যেতে পারবেনা কারন এ সমুদয় আমারই সৃষ্টি বলুন) কোথায় যাবেন এবার বলুন এখানেও আপনারা পরাজিত আথচ আপনারা তার সৃষ্টিকে অস্বীকার করেন। আমি আপনাদের ব্লগ দেখে হতভম্ব হয়ে গেছি যে ইসলামের সূচনা যুগে এমন খারাপ কথা বলি নাই যারা ইসলামের ঘোর বিদ্বেষী ছিল তারাও এমন ভাবে ইসলামকে আঘাত করেনি যা শুনলে মুসলমানদের মন ব্যাথিত হয় । আমি কাউকে অভিশাপ করবনা আমি সকলের জন্য দুয়া করি যেন আল্লাহ সকলের হেদায়েত দান করেনএবং যারা নিজেদের খুব জ্ঞানী ভাবছেন আমি তাঁদের বলতে চায় আগেই এতো জ্ঞান না দেখিয়ে এবং ইসলাম সম্পর্কে পাগলের মত মন্তব্য না করে আগে ইসলামকে রিসার্চ করেন তারপর মন গরা বক্তব্য না দিয়ে একটু ভেবে বক্তব্য প্রদান করুন ।আমি আপনাদের দুইজন অমুসলিম রাজনৈতিক ব্যাক্তির উক্তি প্রদান করব ইসলামকে নিয়ে তাঁদের ধারনা ১। ১৭৯৮ সালে নেপলিয়ান বেনাপট মিসর বিজয়ের পর রাজধানিতে বক্তব্য দিতে গিয়ে নব্যবিজিত নেপলিয়ান এর বক্তব্য”Let me gather all the reputed person of the world i wish to rule all over the world by holy Qur’an”যার বাংলা হচ্ছে “ আমাকে সারা বিশ্বের শিক্ষিত মানুষ গুলোকে একত্রিত করার সুযোগ দাও আমি সারা বিশ্বের মানুষ গুলোকে শুধু কোরআন দিয়ে শাসন করব “if you don’t believe this you can observation the life history of nepoliyan bonaoport and you can got the true word আমি জানি আপনারা অনেক যুক্তিবাদী কথা জানেন কিন্তু যখন বিপদে পরেন তখন ঠিকই সৃষ্টিকর্তার নাম নেন,আবার পরে অনেক যুক্তি দেখান এটাই আপানাদের ধর্ম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.