আমাদের কথা খুঁজে নিন

   

একুশে বইমেলা ২০১০-এ প্রকাশিতব্য আমার কাব্যগ্রন্থ “এক ঝাঁক পাখি ডাকাডাকি”_এর ফ্ল্যাপ ও উৎসর্গপত্র:



ফ্ল্যাপ: ‘শিশিরদের ফর্সা পা দেখতে আসার কাছে, বৃষ্টিদের সাঁতার শিখতে আসার কাছে, পাখিদের দূরপাল্লার গাড়িদের টিকিট কাটতে আসার কাছেই বেশ পুরাতন বাড়িটি। বেশ পুরাতন বাড়িটির কাছে বকুলতলা আছে’ [শাদা জিরাফতলা/ পাতাটি যতই মেজাজ দেখাক/ পৃষ্ঠা_ ১৭] আমাদের পুরাতন বাড়িটির কাছে যে বকুলতলা আছে, এখানে সন্ধ্যার পরপরই ফুল কুড়ানো চলে, মালা গাঁথা চলে, মালা পরানো চলে। মালা পরতে যারা আসে_ তারা বেশ মহানুভব পুরুষ, আর ফুল-কুড়ানো, মালা-গাঁথা, মালা-পরানো দুটি হাতকে মেহমান করে নিয়ে যান। তরমুজের ক্ষেতে চাঁদ দেখতে যান। ফুলের বেশ কদর আজকাল।

সভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর রাশিয়াতে খুব দ্রুতই লক্ষাধিক জোড়া-হাত ফুল বিক্রেতা হয়ে উঠলো। ততোধিক পুরুষেরাও হয়ে উঠলো মহানুভব। দিনকে দিন বেড়েই চলেছে, এর সংখ্যা এখন যে কত! ওবামার গুনগ্রাহীর(?) চেয়েও বেশি। এতবেশি ফুল কিনতে গিয়ে ডলারের বাজারে মঙ্গা। ও প্রিয়তমা ফুল, ও মহানুভব পুরুষ, আবগানিস্থান-ইরাক-ইসরাইল-ফিলিস্থিন- পাকিস্থান-ভারত-শ্রীলংকাতে একটু শান্তি এনে দে, শান্তি দে।

বাংলাদেশ সাহস করে উন্নত শির শক্ত পায়ে দাঁড়াতে চেষ্টা করছে। উৎসর্গ: যাদের অপছন্দ কেবল কবিতা, ঘরে ঘরে ব’সে কেবল হিন্দি ড্রামা-সিরিয়াল দ্যাখেন, বাতাসি ফোনে মত্ত থাকেন, রেডিও ন্যাকামী-বোকামী শোনেন, আর মিডিয়ার জারিজুরিতে প’ড়ে রূপসী-উপন্যাস কেনেন। আর যারা কবিতায় দ্রোহ পছন্দ করেন, গত বইমেলায় যারা আমার কবিতার বইটি স্বাগ্রহে কিনেছেন, আর স্বানন্দে তাদের ভালোলাগাগুলো জানিয়েছেন। এবং আমার প্রিয় বন্ধুরা_ যারা আমাকে খুবই অপছন্দ করেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.