আমাদের কথা খুঁজে নিন

   

হাড়ের বেদনায় ফোটে রক্তের ফুল

সকলেই কবি নয় কেউ কেউ কবি...

হাড়ের বেদনায় ফোটে রক্তের ফুল ( আবু মকসুদ বন্ধুবরেষু) কাজল রশীদ সভ্যতার চাদরে মুড়ানো পতিত বেলায় কামবৃত্তের ডায়েরি খুলে করি জমিন পাঠ, দ্বিধাগ্রস্ত তৃষ্ণায় পান করি বৃষ্টি ভেজা মাঠ। বন্ধুবর, এই অতিথি নিবাসে কান্নাসুর বাজে বিভ্রমে কাঁটাহীন সময়ের ঘড়ি ঘুরে অহর্নিশ , অচিন বালিশে বেদনায় মাথা রাখি যাপিত দর্শনে ভাবুক দেয় ঢঙ্গের শিষ। ফোঁটা ফোঁটা উচ্ছাশা ভেঙে দিচ্ছে পরম ভঙ্গিতে মাটির নির্মাণ । লুপ্ত উনানের খোয়াব আর জলহীন ছেঁড়াপাতে বৃষ্টিদানার সুদীর্ঘ আহবান । তুমি তো জানো হাড়ের বেদনায় ফুটে রক্তের ফুল আমাদের নদি আজও ঢেউয়ের ভাঁজে হারায় দু’কূল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।