আমাদের কথা খুঁজে নিন

   

কালীগঞ্জ পৌর মেয়র পদে ৫ প্রার্থী

রোববার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।
কালীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ জুন।
এ নির্বাচনে মেয়র ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৭০ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ২০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মেয়র পদে আমজাদ হোসেন স্বপন (আওয়ামী লীগ), ম. বজলুর রহমান (আওয়ামী লীগ), মাঈনুল ইসলাম (যুবলীগ), কাইয়ুম হোসেন (আওয়ামী লীগ) ও লুৎফর রহমান (স্বতন্ত্র) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার মনোনয়নপত্র বাছাই হবে এবং ৫ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
এ নির্বাচনের রিটার্নিং অফিসার কামরুল আহসান তালুকদার জানান, ৯টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা হচ্ছে ৩০ হাজার ৪৯৬ জন।
এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৫ হাজার ৪০১ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১৫ হাজার ৯৫ জন।
২০১০ সালের নভেম্বর মাসে এ পৌরসভা গঠিত হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.