আমাদের কথা খুঁজে নিন

   

এলোমেলো ০২:তোমার বুকের রক্তে লাল আমার চোখ

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

এলোমেলো ০১ ২০০০. লাশের ঘরে পিঁপড়ে দের গোলটেবিল বৈঠক বিমর্ষ কিছু ঘুণপোকা পাহারাদার একটু আগে জানা গেল লাশের অক্ষিকোটরে কাঠঠোকরার ঘর! ২০০১. কবিতার খাতায় শেষ সূর্যাস্তের চিহ্ণ তোমার ঘাসে জল জমে অন্য কোন কবির। জানলার ধারে আমি অপলক ঘুমবাদী। ২০০২. রক্তগুলো আলাদা করেছি নিউরণে বসিয়ে দিয়েছি আদিম আফিম আপনার সন্তান কালের নাটকে লুসিফারের দেহরক্ষী! ২০০৩. শীত আর উষ্ণতার দ্বিমাত্রিক পাঠ শেষে আমি তাহার গোপন গহীনে কুয়াশার সন্ধানে মেতেছি তার ঠোঁটে ফাগুন নামাবোই!! ২০০৪. তুমি আমার চোখ উপড়ে নিতে পারো তবু মুঠোর ভেতর যাবে না তোমার দৃষ্টি একটি ঘাসফুলের দেহে শুয়ে ওখানে কিছু ফেলে আসা তপ্ত নিঃশ্বাস! ২০০৫. আমি বিশ্বাস করি লাশের গন্ধ বিশ্বাস করি ডোমের অভিশাপ তুমি তো লাশ নও;ডোম নও। ২০০৬. শান দেয়া চকচকে চাকু গাঁথি রোজ পাঁজরে আমার দেহ তোমার বলেই তোমার বুকের রক্তে লাল আমার চোখ! ২০০৭. রক্তপুডিঙে ভাসছে পতিতার স্তন নিঃস্ব বালিকার ঘাম দিয়ে শীত-পিঠা সাথে নরম শিশুর কলিজা-কাবাব এ আমাদের বিশ্বায়নের 'দ্য লাস্ট সাপার'। ২০০৮. বালিহাঁসের পায়ে ঝরছে সোনা রঙ জল গোপনে কারো অশ্রু মেশে হাওড়ে কলমিলতায় ভর করে প্রেতের শরীর পাড়া সুদ্ধ মেতেছি আজ অতিথি-বধ কাব্যে! ২০০৯. আমি তোমার কাছে যাব বলে বাতাসে পূর্ণ করেছি ফুসফুস তুমি কি ঠিকানা দেবে না? ২০১০. আপনার সাজানো আদালতে আমি ফাঁসি-কাষ্ঠ নেবো না নিজের সাথে করেছি নতুন বন্ধুতা চাইলে ক্ষমা করতে পারেন। ২০১১. আমি ঘুমোতে চাই তোমার বারান্দায় রাখা টবের মত অলস ঘুমোতে চাই। ----------------------------------------------------------------------- ছবি:পরিণতি ক্লিক: পাপী০০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।